‘জাতীয় রপ্তানি ট্রফি’ পেল সার্ভিস ইঞ্জিন লিমিটেড
সর্বোচ্চ রফতানি আয়ের জন্য ২০১৯-২০২০ অর্থবছরে সার্ভিস ইঞ্জিন লিমিটেড অষ্টম বারের মত ‘জাতীয় রপ্তানি ট্রফি’ অর্জন করেছে।
সোমবার বাণিজ্য মন্ত্রী টিপু মুনশীর কাছ থেকে রপ্তানি ট্রফি গ্রহণ করেন সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এ.এস.এম মহিউদ্দিন মোনেম।
বিজ্ঞাপন
তিনি একইসঙ্গে আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেক রিপাবলিকের অনরারি কনস্যুলেট।
প্রতিষ্ঠানটি দক্ষতার সঙ্গে ডিজিটাল অ্যাড অপারেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ সার্ভিস, ডাটা সল্যুশন, মিডিয়া প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করছে।
এছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি দফতরে অটোমেশন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে।