৪১ জন নারীকে ‘স্মার্ট নারী উদ্যোক্তা’ অনুদান দেওয়া হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে তাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) থেকে এই অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ এবং শামসুন নাহার।

স্পিকার বলেন, আইসিটি ক্ষেত্রেও আমরা পিছিয়ে থাকবো না। তিনি সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে বলেন যে আমরা যে পারি সেটার প্রমাণ আমরা দিয়েছি এবং আমাদের সক্ষমতা রয়েছে। নারীরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। নারীর ক্ষমতায়নের জোয়ার সৃষ্টি হয়েছে। তথ্য প্রযুক্তির বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন যে তথ্য প্রযুক্তিতে নারীদের পিছিয়ে থাকার সুযোগ নেই। তিনি বলেন যে গত ১০ বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে এবং ধাপ থেকে ধাপে উন্নয়ন হচ্ছে।

সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কোনো কাজই ক্ষুদ্র নয়। আপনাদের মাঝে লুকিয়ে আছে ভবিষ্যৎ বড় উদ্যোক্তা।

একজন উদ্যোক্তার কী কী গুণ থাকা দরকার তা তুলে ধরে পলক বলেন, এই অনুদান এখন ইউনিয়ন পর্যায়ে পৌঁছে যাবে। প্রথম দফায় ২ হাজার নারী উদ্যোক্তাদের অনুদান প্রক্রিয়া চলমান থাকার পর আরো ৫ হাজার নারী উদ্যোক্তা অনুদান অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

অনুষ্ঠানে ৪১ নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়।