এজ ব্রাউজারে তৈরি করা যাবে কাল্পনিক ছবি
এজ ওয়েব ব্রাউজার ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এলো মাইক্রোসফ্ট। যার মাধ্যমে ব্যবহারকারীরা যে কোন কাল্পনিক ছবি তৈরি করতে পারবেন।
মাইক্রোসফ্ট বলছে, ওপেন এআই এর ডেল-ই চালিত এআই ইমেজ জেনারেটর এখন থেকে এজ ব্যবহারকারীরা তাদের ডেস্কটপে ব্যবহার করতে পারবেন। নতুন বিং এবং এজ প্রিভিউতে এই ফিচার চালু রয়েছে।
বিজ্ঞাপন
এই ফিচারের মাধ্যমে ইমেজ ক্রিয়েটর ব্যবহারকারীরা যে ছবি দেখতে চান তার বর্ণনা দিয়ে একটি ছবি তৈরি করতে পারবেন। ফিচারটি আপনাকে এমন ছবি তৈরি করতে সাহায্য করবে যা আগে কেউ করেনি।
একটি ব্লগপোস্টে মাইক্রোসফ্ট জানিয়েছে, সোশ্যাল পোস্ট বা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার ভিজ্যুয়ালের জন্যও ইমেজ ক্রিয়েটর সাহায্য করবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ব্রাউজারের ডানদিকে সাইডবারে নেভিগেট করতে হবে। এরপর ইমেজ ক্রিয়েটর আইকনে ক্লিক করে, নিজের চাহিদার কথা লিখুন। এর জন্য শব্দ নির্বাচন করতে চারটি ভিন্ন ইমেজ অপশন দেখা যাবে।
পছন্দ অনুযায়ী একটি নির্বাচন করে ছবি ডাউনলোড করা যাবে। চাইলে সোশ্যাল মিডিয়াতেও আপলোড করা যাবে।
তবে প্রথমবার ফিচারটি ব্যবহার করতে ব্যবহারকারীকে ‘+’ আইকনে ক্লিক করে এবং ইমেজ ক্রিয়েটরের জন্য টগল কী চালু করে এজ সাইডবারে এটি এনাবল করতে হবে।