আবারো নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়ে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে লুকিয়ে লুকিয়ে চ্যাট করা আরও সহজ হবে।

ওয়েবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ তার অ্যাপে এমন একটি অপশন আনতে পারে যা ব্যবহারকারীদের কোনো চ্যাট আলাদাভাবে লক করা। এমনকি অন্যদের থেকে তা লুকিয়ে রাখার সুবিধাও দেবে।

জানা গেছে, গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনে (২.২৩.৮.২) এই নতুন চ্যাট লক-হাইড ফিচার দেখা গেছে। আপাতত এই ফিচার পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে। শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, একবার ফিচার উন্মুক্ত হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে নির্দিষ্ট কোনো চ্যাট লক করতে পারবেন। এটি হোয়াটসঅ্যাপ চ্যাটকে আরো সুরক্ষিত করবে।

কেউ যদি একটি চ্যাট লক করেন তাহলে সেটি শুধুমাত্র নির্দিষ্ট একটি স্ক্রিন সেকশনে পাওয়া যাবে। কেউ যদি বিনা পাসকোড/ফিঙ্গারপ্রিন্টে এই লকড চ্যাটগুলো খোলার চেষ্টা করে তবে তাকে এটি খোলার জন্য পুরো চ্যাট ক্লিয়ার করতে হবে।