করোনাকালে বিশ্বজুড়ে বড় বড় কোম্পানিগুলো ওয়ার্ক ফ্রম হোমের দিকে ঝুঁকেছিল। কর্মীদের সুরক্ষার কথা ভেবেই ঘরে বসে কাজের ব্যবস্থা করা দিয়েছিল কোম্পানিগুলো। কিন্তু করোনা পরিস্থিতি অনেকাংশে কেটে যাওয়ায় কর্মীদের অফিসে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে বহুজাতিক সংস্থাগুলো। এ তালিকায় রয়েছে মেটা, আমাজন, স্টারবাকসের মতো কোম্পানিগুলোও।

সম্প্রতি বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করে মেটা, গুগল, মাইক্রোসফট, টুইটার, আমাজন-সহ একগুচ্ছ প্রথম সারির সংস্থা। করোনার পর বিশ্বজুড়ে মন্দা পরিস্থিতির মধ্যে ছাঁটাই কার্যক্রম চালায় বড় এ কোম্পানিগুলো।

তবে এবার কর্মীদের অফিসে বসে কাজের অভ্যাস ফেরাতে চাইছে বহু সংস্থা।

জানা যায়, অতিমারীর পর থেকে যুক্তরাষ্ট্রে অফিসে কর্মী ফেরার হার ৫০ শতাংশ হয়েছে। একাধিক কোম্পানির সিইওর দাবি, তরুণ কর্মী কিংবা ম্যানেজাররা বাড়ি বসে সেই ততটা কাজ করতে পারছেন না যতটা তারা অফিসে সক্রিয় থাকেন।

কোম্পানিগুলোর দাবি, ঐক্যবদ্ধভাবে কাজ করা, উন্নততর সংস্কৃতিসহ কর্পোরেট করের কথা ভেবেও কর্মী ফেরানোর জন্য কাজ করছে তারা।

জানা গিয়েছে, পহেলা মে থেকে কর্মীদের সপ্তাহে তিনদিন অফিস আসতে বলেছে আমাজন। একইরকম বার্তা দেওয়া হয়েছে জেনারেল মোটর্সের কর্মীদেরও। এছাড়াও ওয়াল্ট ডিজনি, মেটা, স্টারবাকস কর্পস, ওয়ালমার্টের মতো কোম্পানিগুলোও অফিসে কর্মী ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।

এমজে