হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম। প্রায় দুই বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করে অ্যাপসটি। এছাড়াও এটি সর্বাধিক আপডেট হওয়া অ্যাপ্লিকেশনগুলোরও একটি।

ডাব্লিউএবিটাইনফোর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, প্ল্যাটফর্মটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এতে ব্যবহারকারীরা যেকোনো ম্যাসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট করতে পারবে। এটি অ্যাপলের আইমেসেজ অ্যাপের এডিট বাটনের মতো কাজ করবে।

ব্যবহারকারী যদি কোনও বানান বা ব্যাকরণগত ভুল সংশোধন করতে চান তবে এই ফিচার ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফিচারের মাধ্যমে কোনো তথ্য পাঠানোর পর সেটি মুছে ফেলতে চাইলে কিংবা নতুন তথ্য যুক্ত করতে চাইলে খুব সহজেই এডিট করতে পারবেন।

ধারণা করা হচ্ছে, ফিচারটি নিয়ে কাজ এখনো চলছে। তবে সম্প্রতি আইওএস ২৩.৪.০.৭২ এর জন্য হোয়াটসঅ্যাপ বিটাতে ফিচারটি দেখা গেছে, যা টেস্টফ্লাইট প্রোগ্রামে তালিকাভুক্তদের জন্য প্রকাশিত হয়েছিল।

ব্যবহারকারী যদি হোয়াটসঅ্যাপের কোনও পুরনো সংস্করণ ব্যবহার করেন, তবে সে অপরপক্ষের পাঠানো এডিট করা ম্যাসেজটি দেখতে পারেন না। তাদের হোয়াটসঅ্যাপের সংস্করণটি নতুন ফিচারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে একটি সতর্কতা পাবেন।

ডেভেলপাররা আরও একটি ফিচার নিয়ে কাজ করছেন, যা দ্বারা ব্যবহারকারীরা মিডিয়া ক্যাপশন এডিট করতে পারবেন। যেহেতু এডিট মেসেজ ফিচারটি বর্তমানে আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে তাই ব্যবহারকারীদের জন্য এটি কবে নাগাদ উন্মুক্ত হবে তা এখনও নিশ্চিত নয়।