হোয়াটসঅ্যাপে কয়েকটি ভুল করলে আপনার মেসেজ পড়তে পারে অন্য কেউ। ফলে আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে।

প্রথমত নম্বর পরিবর্তন করার পর আগের অ্যাকাউন্টটি ডিলিট করতে ভুলবেন না। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, আগের নম্বরের হোয়াটসঅ্যাপ ডিলিট করতে হবে। না হলে সেই নম্বরে পাঠানো সমস্ত মেসেজ নতুন ব্যবহারকারী পেতে থাকবেন।

সেই কারণে ব্যবহারকারীদের টু-স্টেপ ভেরিফিকেশন করার কথা বলেছেন প্রযুক্তবিদেরা। তারা বলছেন, এই পদ্ধতি থাকলে অন্যের হাতে অ্যাকাউন্ট পড়া সম্ভব নয়। 

ফলে একবার কোনো ব্যবহারকারী যদি ফোন পরিবর্তন করেন দ্রুত, তাহলে তাকে প্রথমেই যেটি করতে হবে, সেটি হলো আগের হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করা। ডিলিট করে দেওয়া থাকলে আর কোনো অসুবিধা হবে না।

তার আগে ডেটা ট্রান্সফার করে নিতে হবে, তাতে অনেকটা ঝামেলা কমবে। আর টু-স্টেপ ভেরিফিকেশন থাকলে দীর্ঘদিন একটি অ্যাকাউন্ট অব্যবহৃত থাকলে একটি কোড চায় সংস্থা, তাতেও আপনার মেসেজ অনেকটা সুরক্ষিত থাকে।

এমএ