ছবি : ইন্টারনেট থেকে নেওয়া

বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক টুইটারের মালিকানা গ্রহণ করার পর থেকেই বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে এসেছে সংস্থাটি। সেই ধারাবাহিকতায় আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো টুইটার।

১৫ ফেব্রুয়ারি মাস্ক টুইটারের নতুন সিইও’র ছবি প্রকাশ করেন। প্রকাশের পর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
ইলন মাস্ক তার পোষা কুকুর ফ্লোকিকে টুইটারের সিইও’র আসনে বসিয়ে একটি টুইট করে তাকে টুইটারের নতুন সিইও হিসেবে ঘোষণা দেন। পাশাপাশি তিনি ফ্লোকির স্টাইলের প্রশংসাও করেন।

আরেকটি টুইটের মাধ্যমে তিনি বলেন, তার কুকুরটি আগের সাবেক সিইও’র চেয়ে ভালো। এ টুইটের মাধ্যমে তিনি টুইটারের সাবেক সিইও’র সঙ্গে কুকুরের তুলনা করেছেন বলেন ধারণা করা হচ্ছে।

টুইটারের সাবেক সিইও ছিলেন পরাগ আগারওয়াল। ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেওয়ার পরেই টুইটার থেকে পরাগ আগারওয়ালকে বরখাস্ত করেন। শুধু তাই নয়, টুইটারের একাংশ কর্মচারীও ছাঁটাই করে দেন।

উল্লেখ্য, টুইটার কেনার আগে টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালের কাছে লেখা একটি টেক্সটে মাস্ক টুইটার বোর্ডে যোগদানকে ‘সময়ের অপচয়’ বলে অবহিত করেছিলেন।

তিনি জানান, আমি বোর্ডে যোগ দিচ্ছি না। এটা সময়ের অপচয়।

আগারওয়ালের সঙ্গে তার আলোচনা সম্পর্কে মাস্ক সাবেক টুইটার প্রধান জ্যাক ডরসিকেও বার্তা পাঠান। ডরসি মাস্ক এবং আগারওয়ালের সঙ্গে বন্ধুত্ব করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এই চেষ্টা সফল হয়নি।

মাস্কের এ টুইট নিয়ে অনেকে সমালচনাও করছেন। আবার অনেকেই সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে নানা রকম ট্রল করছেন।
তবে এ নিয়ে সাবেক সিও পরাগ আগারওয়ালের কোনো মন্তব্য করতে দেখা যায়নি।