হোয়াটসঅ্যাপে ভিডিও কলে গর্ভবতীর প্রসব করালেন চিকিৎসক
প্রবল তুষারপাতে বিপর্যস্ত ভারতের জম্মু ও কাশ্মীরে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এক গর্ভবতী নারীর প্রসবে সাহায্য করেছেন এক চিকিৎসক।
সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তুষারপাতের কারণে এয়ারলিফটের সম্ভাবনা ছিল না। তাই জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে একজন গর্ভবতী নারীর ডাক্তাররা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে একটি সুস্থ শিশুর জন্ম দিয়েছেন।
বিজ্ঞাপন
ক্রালপোরা ব্লক মেডিক্যাল অফিসার ডাঃ মীর মোহাম্মদ শফি বলেন, “শুক্রবার রাতে আমরা কেরান পিএইচসি (প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র) এ প্রসব বেদনাসহ এক রোগীকে পেয়েছি। যার একলাম্পসিয়া, দীর্ঘস্থায়ী প্রসব এবং এপিসিওটমিসহ জটিল প্রসবের ইতিহাস রয়েছে।”
শীতকালে কেরান কুপওয়ারা জেলার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন থাকায় রোগীকে প্রসূতি সুবিধাসহ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছিল। বৃহস্পতিবার ও শুক্রবার অবিরাম তুষারপাতের কারণে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। কেরান পিএইচসি-তে চিকিৎসা কর্মীদের ডেলিভারিতে সহায়তা করার জন্য বিকল্প পথ খুঁজতে বাধ্য করে।
ক্রালপোরা উপ-জেলা হাসপাতালের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ পারভেজ, কেরান পিএইচসি-তে ডাঃ আরশাদ সোফি এবং তার প্যারামেডিক্যাল স্টাফদের কাছে একটি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে প্রসবের প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন।
ডাঃ শফি জানান, রোগীকে স্বাভাবিক প্রসবের জন্য প্ররোচিত করা হয় এবং ছয় ঘণ্টা পর একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে শিশু ও মা দুজনেই পর্যবেক্ষণে রয়েছেন এবং ভালো আছেন। সূত্র- কলকাতা ২৪x৭
এমজে