গুগলের নতুন আপডেট, বন্ধ হলো স্মার্ট রিপ্লাই
গুগল ভয়েস প্ল্যাটফর্মে নতুন আপডেট এনেছে। ফলে গুগল ভয়েস থেকে স্মার্ট রিপ্লাই দেওয়ার অপশনটি আর থাকছে না।
গুগল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্মার্ট রিপ্লাই দেওয়ার সুযোগটি ব্যবহারকারীদের জন্য আর থাকছে না। এমনকি অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করা হয়েছে।
বিজ্ঞাপন
তবে হঠাৎ করে কি কারণে গুগল এই সিদ্ধান্ত নিয়েছে, এ সংক্রান্ত কোনো ব্যাখ্যা তারা দেয়নি। তাই এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।
মূলত ব্যবহারকারীরা গুগল স্মার্ট রিপ্লাইয়ের মাধ্যমে শুধুমাত্র ট্যাপ করেই উত্তর দিতে পারতেন। এক্ষেত্রে তারা তিনটি অপশন পেতেন। এতে দ্রুত মেসেজের রিপ্লাই দেওয়া যেতো। তবে ধারণা করা হচ্ছে গুগল টেক্সটিংয়ে গুরুত্ব কমিয়ে দিয়ে ভয়েস নিয়ে বিস্তর কাজ করতে চাচ্ছে।
তবে যতক্ষণ পর্যন্ত এ নিয়ে প্রতিষ্ঠানটি তাদের অবস্থান পরিষ্কার না করছে, ততক্ষণ পর্যন্ত কিছুই বুঝা যাচ্ছে না।
এরআগেও গুগল বেশ কয়েকটি নতুন সংযোজন এনেছে তাদের সার্ভিসে। তারমধ্যে গুগল ম্যাপ, লোকেশন ট্র্যাকিংসহ অনেক নতুন নতুন সুবিধা যুক্ত করছে এই টেক জায়ান্টটি। তবে সম্প্রতি কর্মী ছাটাই সংক্রান্ত কারণে বেশ আলোচনায় রয়েছে গুগল।