সামাজিক মাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্ম

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে বিজ্ঞাপনসহ বিভিন্ন কন্টেন্ট প্রদর্শনে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। নীতিমালা প্রণয়নে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়।

বুধবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।  

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) কে সভাপতি এবং উপসচিব (টিভি-২) কে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক; চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একজন করে প্রতিনিধি; টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, নাট্যকার তারিক আনাম খান, চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, চলচ্চিত্রকার ও প্রযোজক পিপলু আর খান, টিভি ড্রামা ডিরেক্টরস গিল্ড মনোনীত প্রতিনিধি এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মনোনীত প্রতিনিধি।

উল্লেখ্য, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ কয়েকদিন আগে গণমাধ্যমকে কমিটি প্রণয়নের কথা জানিয়েছিলেন।

এসএইচআর/এসআরএস