হেরে গেলেন ইলন মাস্ক, এবার ভোট দেবেন ভেরিফায়েডরা
এবার নতুন কৌশল ইলন মাস্কের। টুইটারের নীতি প্রণয়ন কিংবা রদবদলের ক্ষেত্রে যে গণভোট হবে, সেখানে একমাত্র ব্লু-টিক বা ভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহারকারীরা অংশ নিতে পারবেন।
সোমবার টুইটারের সিইও পদ থেকে ইলন মাস্কের পদত্যাগের নিয়ে হওয়া গণভোটে রায় গেছে তার বিপক্ষে। ৫৭.৫ শতাংশ ভোটদাতা মাস্ককে আর টুইটারের সিইও হিসেবে দেখতে চান না। এই ফলাফল আসার পরেই ভোটাভুটিতে অংশগ্রহণকারীদের সীমারেখা বেঁধে দিলেন তিনি।
বিজ্ঞাপন
যদিও এই রায়ে টুইটারের সিইও সংখ্যাগরিষ্ঠের মতকে প্রাধান্য দিয়ে প্রকাশ্যেই ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, যারা ক্ষমতা চায় আসলে তারা ক্ষমতার অযোগ্য। তবে কোন প্রেক্ষিতে এই টুইট করেছেন ইলন মাস্ক তা জানা যায়নি।
এদিকে বুধবার টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার টুইটারে দেওয়া এক বার্তায় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাস্ক। অবশ্য পদত্যাগের আগে এই পদের জন্য নতুন একজনকে খুঁজে বের করবেন তিনি এবং এরপরই সংস্থাটি থেকে সরে দাঁড়াবেন।
বিবিসি থেকে এএ