সিইও পদে থাকা উচিত কিনা জানতে চান ইলন মাস্ক!
মালিকানা নেওয়ার পর টুইটারে একাধিক নীতি পরিবর্তন করেছেন ইলন মাস্ক। এবার টুইটারের সিইও তার থাকা উচিত কিনা তা জানতে চেয়ে টুইট করেছেন তিনি।
মাস্ক ব্যবহারকারীদের মতামত নেওয়ার জন্য একটি সমীক্ষা শুরু করেছেন। একটি টুইটে, মাস্ক জনগণকে ওই সমীক্ষায় অংশ নিতে বলেছেন। তিনি জানতে চেয়েছেন, ‘আমার কি টুইটারের প্রধান পদ থেকে সরে যাওয়া উচিত?’
বিজ্ঞাপন
তিনি জিজ্ঞাসা করেছেন, টুইটারের প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন কিনা। এর পাশাপাশি ভোটের ফলাফল অনুসরণের কথাও বলেছেন।
মাস্ক আরেকটি টুইটে টুইটারে বড় ধরনের পরিবর্তনের কথাও বলেছেন। তিনি বলেন, বড় ধরনের নীতিগত পরিবর্তনের জন্যও জনসাধারণের মতামত নেওয়া হবে।
এই টুইটের পর মানুষ টুইটারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় ৩ লাখ মানুষ এই টুইট রিটুইট করেছেন। একইসঙ্গে ভোট দিয়েছেন ১ কোটি ২৭ লাখের বেশি মানুষ। যেখানে পদত্যাগের পক্ষে ভোট দিয়েছেন ৫৭ শতাংশ মানুষ।
ইলন মাস্ক একদিন আগেই কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করেছিলেন। এরপর এই সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরে অ্যাকাউন্টগুলো আবার সক্রিয় করা হয়।
এএ