বিশ্বের সবচেয়ে ধনীর জায়গা হারাতে পারেন ইলন মাস্ক
গত এপ্রিলে টুইটারের জন্য বিড করার পর থেকে প্রায় অর্ধেক বাজার মূল্য হারিয়েছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তার মোট সম্পদের মূল্য কমেছে প্রায় ৭০ বিলিয়ন ডলার। ফলে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান হারাতে চলেছেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ি কোম্পানির শেয়ার গত ১৩ এপ্রিল ৩৪০.৭৯ ডলারে লেনদেন হয়। এর ঠিক আগের দিন ইলন মাস্ক টুইটার ৪৩.৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা দেন। যে খবর বাজার ভালোভাবে নেয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরপর থেকে টেসলার শেয়ারের দাম ৪৯ শতাংশ কমে ১৭৩.৪৪ ডলারে নেমে যায়।
বিজ্ঞাপন
এছাড়াও সাংহাইতে টেসলার একটি কারখানায় উৎপাদন বিঘ্নিত হওয়াতেও উদ্বেগ তৈরি হয়। এলন মাস্ক এপ্রিলে টেসলার ২০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেন টুইটার বাইআউট ফান্ডের জন্য।
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা হারানোর মুখে মাস্ক। ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট, বিলাসবহুল গ্রুপ এলভিএমএইচ -এর প্রধান নির্বাহী, মাস্ককে পেছনে ফেলে এগিয়ে গেছেন। গত বুধবার শেয়ার বাজারের ওঠানামায় আর্নল্ট কিছু সময়ের জন্য শীর্ষস্থান দখল করে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ইলন মাস্ক তার টুইটার টেকওভার সম্পর্কে বলেছেন, একটি সর্বজনীন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকা, যা ব্যাপকভাবে বিশ্বস্ত এবং অন্তর্ভুক্ত করা সভ্যতার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদিও, টেসলার শেয়ারহোল্ডাররা এই ঘটনায় উদ্বিগ্ন। মাস্ক কীভাবে তার সময়কে সোশ্যাল মিডিয়া সাইট এবং রকেট কোম্পানি স্পেসএক্সের মতো তার অন্যান্য উদ্যোগের মধ্যে ভাগ করছেন তা নিয়ে আলোচনা চলছে এবং তাদের এক অংশের মতে টুইটার চালানো খুব বেশি বিরক্তিকর।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, টুইটার গত বছর ২২১ মিলিয়ন ডলার নিট ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন দেখার বিষয়, ধনকুবের ইলন মাস্ক কীভাবে টুইটারকে লাভজনক সংস্থায় রূপান্তরিত করতে পারেন।
ইন্টারনেট থেকে এএ