তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে স্টার্টআপগুলো যেসব প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে এগিয়ে আসছে, স্মার্ট বাংলাদেশ ভিশনকে বাস্তবায়িত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসব উদ্ভাবনী স্টার্টআপদের সহায়তা প্রদান করার লক্ষ্যে সরকার স্টার্টআপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠন করেছে। একই ধারায় বিমাফাই ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য এবং ইতিবাচক প্রভাব ফেলবে।

বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কর্তৃক ইন্সুরেন্সভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম 'বিমাফাই’-এর সঙ্গে এক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশের বোর্ড মেম্বার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) রণজিৎ কুমার, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ কোম্পানির হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ. আরিফ, বিমাফাইয়ের চেয়ারম্যান অর্ণভ পাল, সিইও আলভী নিজাম নাফি প্রমুখ উপস্থিত ছিলেন।  

বক্তব্যে স্টার্টআপ বাংলাদেশের বোর্ডের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম  বলেন, ইনসিওরেন্স ইন্ডাস্ট্রিতে বিমাফাই যে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিমাফাইতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগ, এটিকে আরও গ্রাহকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। 

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, স্টার্টআপ বাংলাদেশের লক্ষ্য হলো দেশীয় স্টার্টআপদের দ্রুত প্রবৃদ্ধিতে সহায়তা করা। যেন তারা আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে। 

ওএফএ/এসকেডি