নারী দিবসে গুগলের ডুডল
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রদর্শন করছে গুগল। এবারের ডুডলে ছবির বদলে ভিডিও ব্যবহার করা হয়েছে।
এই ভিডিও এর মাধ্যমে বিভিন্ন অঙ্গনের নারীদের সফলতা তুলে ধরা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশেই আজকের ডুডলটি প্রদর্শিত হচ্ছে।
বিজ্ঞাপন
ভিডিওটি ইলাস্ট্রেট করেছেন হেলেন লেরু। হেলেন কেলার থেকে কল্পনা চাওলা, ক্রীড়া হোক বা রাজনীতি, চিকিৎসা হোক বা বিজ্ঞান, সমস্ত ক্ষেত্রে নারীদের ছক ভাঙা অবদান নিয়ে এই বিশেষ ডুডলটি নিবেদন করেছেন হেলেন।
অতীতে যে ভিত নারীরা স্থাপন করেছেন, তাদের অনুপ্রেরণায় এগিয়ে চলেছে আজকের নারী। আগামী দিনে এই পথ আরও সুগম হবে সেই আশায় তাকিয়ে ভবিষ্যত প্রজন্মও। তার জন্যেই ভিডিওর শেষে হাত তুলে সকলকে একত্রিত হওয়ার আহ্বান দেখা যায়।
বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের প্রচ্ছদে ডুডল প্রকাশ করে।
এএ