ব্রডব্যান্ড ইন্টারনেট
‘এক দেশ, এক রেট’ ট্যারিফ চালুর জন্য পুরস্কার পেল বাংলাদেশ
সারাদেশে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবার জন্য একটি বৈষম্যহীন ‘এক দেশ এক রেট’ ট্যারিফ প্রবর্তনের স্বীকৃতি হিসেবে ‘এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গর্ভানেন্স’ ক্যাটাগরিতে এএসওসিআইও-২০২২ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ।
শুক্রবার (২৮ অক্টোবর) সিংগাপুরের রিসোর্টস ওয়ার্ল্ড সেনতোসা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এএসওসিআইও ওয়ার্ল্ড সামিট- ২০২২ এ বাংলাদেশের পক্ষে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এএসওসিআইওর চেয়ারম্যান ডেভিড ওয়াংয়ের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।
বিজ্ঞাপন
এশিয়া-ওশেনিয়া অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন এ পুরস্কার প্রদান করে থাকে। এএসওসিআইও এর মতে, ‘এক দেশ এক রেট’টি বাংলাদেশে প্রযুক্তির বিকাশ ও প্রয়োগে অসামান্য অবদান রাখার মাধ্যমে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের অর্থনীতির জন্য এটি একটি চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮ এর অনুচ্ছেদ ৩.২১ এ প্রতিশ্রুত 'ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনা'র লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক প্রচলিত ইন্টারনেটের ট্যারিফ, কস্ট কম্পোনেন্ট পর্যালোচনা ও বাজার বিশ্লেষণ করে সকল পক্ষের জন্য একটি গ্রহণযোগ্য ট্যারিফ নির্ধারণ করে। যা সরকারের অনুমোদনক্রমে ২০২১ সালের সেপ্টেম্বরের ১ থেকে কার্যকর হয়। এরই ফলশ্রুতিতে মোবাইল ইন্টারনেটের দামের ক্ষেত্রে গত বছর জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ।
এমএইচএন/এসকেডি