প্রতীকী ছবি

হোয়াটসঅ্যাপ নিয়মিত আপডেট আনছে। সেই ধারাবাহিকতায় এবার আরও কিছু সুবিধা নিয়ে আসছে হোয়াট্সঅ্যাপ। এরফলে ব্যবহারকারীরা চাইলে অনলাইনে থেকেও অনলাইন স্ট্যাটাস বন্ধ করে রাখতে পারবেন।

এত দিন কেউ হোয়াট্সঅ্যাপ ব্যবহার করলেই তার কনটাক্ট লিস্টে থাকা সবাই জানতে পারতেন যে, তিনি ‘অনলাইন’ আছেন। এতে অনেক সময়েই বিড়ম্বনায় পড়তে হয় ব্যবহারকারীকে। 

তবে নতুন আপডেটের ফলে হোয়াট্সঅ্যাপের ‘অনলাইন’ স্টেটাস বন্ধ রাখারও সুযোগ থাকবে ব্যবহারকারীরদের কাছে।

এতে  যে ফোন নম্বরগুলো ‘লাস্ট সিন’ দেখার জন্য নির্বাচন করেছেন, কেবল তারাই আপনার ‘অনলাইন’ স্ট্যাটাস দেখতে পাবেন। তবে কবে থেকে নতুন এই সুবিধা মিলবে, সে বিষয়ে কোনো তথ্য এখনও হোয়াট্সঅ্যাপ জানায়নি।

এছাড়াও হোয়াট্সঅ্যাপ নতুন কিছু সুযোগ-সুবিধার কথা ঘোষণা করেছে। প্রোফাইল ছবি, লাস্ট সিনসহ স্ট্যাটাস আপডেটে ‘মাই কনট্যাক্টস এক্সেপ্ট...’ সুবিধা এনেছে অ্যাপসটি।