ইন্টারনেট সুরক্ষা নিয়ে শিশুদের সঙ্গে মতবিনিময়
ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে শিশুদের সঙ্গে আলোচনা করেছে টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোন। এতে ইন্টারনেট সুরক্ষা সংক্রান্ত নানা বিষয়ে শিশুরা তাদের নিজস্ব মত তুলে ধরে। তারা সোশ্যাল মিডিয়াসহ নানা বিষয়ে কথা বলে।
আজ (মঙ্গলবার) ‘নিরাপদ ইন্টারনেট দিবস’ উপলক্ষে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে গ্রামীণফোন এ মতবিনিময়ের আয়োজন করে। জিপি হাউজে এ অনুষ্ঠানে নানা বয়সের শিশুরা অংশ নেয়।
বিজ্ঞাপন
মতবিনিময়ে শিশুরা যেসব বিষয়ে কথা বলে তার মধ্যে ছিল- সোশ্যাল মিডিয়ায় কতটুকু শেয়ার করা যাবে, ব্যক্তিগত কনটেন্টের সুরক্ষা কীভাবে বজায় রাখা যাবে, অপরিচিতদের সাথে কীভাবে যোগাযোগ করতে হবে, ডাটা বেহাত হলে কার সাথে যোগাযোগ করতে হবে, ভুল তথ্য কীভাবে চিহ্নিত করা যাবে, যেকোনো সংবাদের নির্ভুলতা কীভাবে নিরূপণ করা যাবে এবং কারও সাথে আলোচনার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান ও কথাসাহিত্যিক আনিসুল হক ইন্টারনেট এবং ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের আয়োজনের উদ্দেশ্যে হিসেবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিশুদের ইন্টারনেট দুনিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের জীবনে এর সম্ভাব্য বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এছাড়া কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে বাসার ভেতরে থাকতে হয়েছে শিশুদের। বাসায় বসেই অনলাইন টুল ব্যবহারের মাধ্যমে তাদের শিক্ষাগ্রহণ ও বিনোদন লাভ করতে হয়েছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান ইন্টারনেটে কোনো ধরনের অপ্রত্যাশিত বিষয়ের মুখোমুখি বা বুলিংয়ের শিকার হলে সে বিষয়টি নিয়ে বাবা-মায়ের সাথে শেয়ার করার পরামর্শ দেন শিশুদের।
অভিভাবকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির বিষয়ে গুরুত্ব দিয়ে শিশুদের উদ্দেশে তিনি বলেন, একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে যে, তোমরা একা নও। তোমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবাই তোমাদের পাশে আছি। অন্যান্য বিভিন্ন সমস্যার মতো ইন্টারনেটে কোনো সমস্যার মুখোমুখি হলে তোমার বন্ধু বা পরিবারের সাথে বিষয়টি শেয়ার করতে দ্বিধাবোধ করবে না।
একে/এনএফ