সেলফ আইসোলেশনে ১৭ লাখ মানুষ : কোভিড অ্যাপ
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে ১৭ লাখ মানুষ সেলফ আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছে এনএইচএস কোভিড-১৯ অ্যাপ। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৬ লাখ মানুষকে কোভিড-১৯ থেকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছে তারা।
অ্যাপটি বলছে, ১৬ লাখ ৫০ হাজার মানুষ অ্যাপটির কন্ট্র্যাক্ট ট্রেসিং টুল ব্যবহার করছে। যুক্তরাজ্যের সরকারি হিসাব অনুযায়ী ২৪ শতাংশ মানুষ অ্যাপটি ডাউনলোড করেছে। অ্যাপটির মাধ্যমে অন্তত দিনে একবার ডিজিটাল ‘হার্টবিট’ পাঠানো যায়। গত দুই মাসে অ্যাপটি ডাউনলোড হয়েছে ১ লাখ ৫০ হাজার।
বিজ্ঞাপন
২০২০ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড ও ওয়েলসে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। এছাড়া স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, জার্সি ও জিব্রাল্টারে কোভিড শনাক্ত করতে আলাদা অ্যাপ ব্যবহৃত হয়।
এনএইচএস টেস্ট অ্যান্ড ট্রেস প্রোগ্রামের নির্বাহী পরিচালক ব্যারোনেস ডিডো হার্ডিংকে কয়েক মাস ধরে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা প্রকাশের জন্য চাপে রাখা হয়েছে। এই বিষয়ে বিবিসি একবার তার কাছ থেকে জানার চেষ্টা করে ব্যর্থ হন।
বিবিসিকে ব্যারোনেস হার্ডিং বলেন, ‘আপনারা যারা অ্যাপের নির্দেশনা মানছেন না তারা ঝুঁকির মধ্যে রয়েছেন। অ্যাপের নির্দেশনা মানলে আপনার নিজের কর্মক্ষেত্র সুস্থ থাকবে ও আপনি সুস্থ থাকতে পারবেন।’
অ্যাপটি প্রথমবারের মতো যেসব তথ্য প্রকাশ করেছে:
• ১৪ লাখ ব্যবহারকারী রোগের বিষয়ে অ্যাপটিতে জানিয়েছেন।
• অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষায় ৮ লাখ ২৫ হাজার ৩৮৮ জন ব্যবহারকারীর কোভিড শনাক্ত করা হয়েছে।
• অ্যাপটির কিউআর বারকোড ব্যবহৃত হয়েছে ১০ লাখ ৩০ হাজারবার।
অ্যাপটির প্রভাব সম্পর্কে অক্সফোর্ড বিগ ডাটা ইনস্টিটিউটের গবেষকরা বলছেন, ৬ লাখ মানুষ কোভিড থেকে সুস্থ হয়েছেন এই প্রযুক্তির কারণে।
২০২০ সালের সেপ্টেম্বরে এনএইচএস কোভিড-১৯ অ্যাপ লঞ্চিংয়ের পর থেকে ২০ কোটি মানুষ এটি ডাউনলোড করেছে। এখন পর্যন্ত ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে কোভিড-১৯ শনাক্ত করা যায়। যেসব বিজ্ঞানী এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন, গত কয়েক মাসে তারা এ কথা প্রমাণ করতে সমর্থ হয়েছেন যে অ্যাপটি করোনার সঙ্গে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এইচএকে/এএ