ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : পড়ে পাওয়া’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সঠিক করতে পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট গল্প ও কবিতা মনোযোগসহকারে বুঝে বারবার পড়বে।

২৬. ‘যাবার সময় সে শাসিয়ে গেল’- কে শাসিয়ে গেল?

(ক) প্রথম লোকটি (খ) দ্বিতীয় লোকটি (গ) কাপালি (ঘ) নরহরি বোষ্টম

২৭. কয়খানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় গাছে আঠা দিয়ে মেরে দেয়া হলো?

(ক) তিন (খ) চার (গ) পাঁচ (ঘ) ছয়

২৮.   কার বাড়ির বিচুলিগাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা?

(ক) বিধু (খ) নিধু (গ) বাদল (ঘ) তিনু

২৯.   বাক্স কুড়িয়ে পাওয়ার কথা কাগজে লিখে কোন বাড়িতে খোঁজ করার কথা বলা হয়েছিল?

(ক) চাটুয্যে-বাড়িতে (খ) রায়বাড়িতে (গ) নরহরি বোষ্টমের বাড়িতে (ঘ) ভাদুই কুমোরের বাড়িতে

৩০. ‘বিধু বড় হলে উকিল হবে’- একথা সবাই বলত কেন?

(ক) উকিলের মতো আচরণ করত বলে (খ) বিধু খুব বুদ্ধিমান বলে (গ) পড়ে পাওয়া বাক্সটি ফেরত দিল বলে (ঘ) গরিবের ওপর ওর দয়া আছে বলে

৩১. তেঁতুল গাছের ভূতের ভয় মন থেকে চলে যাওয়ার কারণ কী?

(ক) ঝড়ের ঝাপটা আবার আসায় (খ) পড়ে পাওয়া বাক্সের ভাবনায় ব্যস্ত হওয়ায় (গ) প্রচন্ড শীতে কাঁপায় (ঘ) সন্দেশ খাওয়ার পরিকল্পনা করায়

৩২. ‘এবার চাকরি না করলে স্ত্রী-পুত্র না খেয়ে মরবে’-উক্তিটি কার?

(ক) কাপালির (খ) গোয়ালদের (গ) বাদলদের (ঘ) ঠাকুর মশাইয়ের

৩৩. বাবার মুখ দিয়ে একটি কথাও বেরুল না কেন?

(ক) ছেলেদের সততার দৃষ্টান্ত দেখে (খ) বাক্সটি অযত্নে রেখেছে বলে (গ) বাক্সটি ফেরত দেয়ার সিদ্ধান্তে (ঘ) কাগজে লিখে নেয়ার প্রস্তাব করায়

৩৪. ‘একেই বলে বাবু অদেষ্ট’- এখানে অদেষ্ট’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) পটল (খ) গহনা (গ) দুরবস্তা (ঘ) ভাগ্য

৩৫. এরপর আর আমাদের সন্দেহ রইল না’- কিসের সন্দেহ?

(ক) বিধুর বিজ্ঞতার (খ) ঝড় আসার (গ) আম কুড়োবার (ঘ) বাক্স পাওয়ার

৩৬. বিধু কান খাড়া করে ছিল কেন?

(ক) আম পড়ার শব্দ শুনবার জন্যে (খ) বন্যার স্রোতের শব্দ শুনবার জন্যে (গ) আকাশে মেঘের আওয়াজ শুনবার জন্যে (ঘ) তেঁতুল গাছে ভুতের শব্দ শুনবার জন্যে

৩৭। ‘ওরা সাক্ষী থাকবে কী না?’- কিসের সাক্ষী?

(ক) বাক্সটি ভাঙার (খ) আম কুড়াবার (গ) নদীর ধারে বেড়াবার (ঘ) বাক্সটি ফেরত দেবার

উত্তর : ২৬. খ, ২৭. ক, ২৮. গ, ২৯. খ, ৩০. খ, ৩১. খ, ৩২. ক, ৩৩. ক,  ৩৪. ঘ, ৩৫. খ, ৩৬. গ, ৩৭. ঘ।

এমকে