পঞ্চম শ্রেণির বাংলা : প্রবন্ধ : এই দেশ এই মানুষ (দ্বিতীয় পর্ব)
সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : এই দেশ এই মানুষ’ থেকে আরো ৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। সঠিক বানানে প্রশ্নের উত্তর লিখবে। তাহলে প্রশ্নের উত্তরে বেশি নম্বর পাবে।
প্রশ্ন : সমার্থক শব্দ লিখ।
বিজ্ঞাপন
উত্তর : নদী, আকাশ, পাহাড়, সমুদ্র, মানুষ।
প্রদত্ত শব্দ সমার্থক শব্দ
নদী তটিনী, প্রবাহিনী
আকাশ নভ, গগন
পাহাড় গিরি, পর্বত
সমুদ্র সাগর, বারিধি
মানুষ মানব, লোক
প্রশ্ন : বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে?
উত্তর : আমরা বাঙালি। বাংলাদেশে প্রায় সব লোক বাংলা ভাষায় কথা বলে। আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাঙালি ছাড়াও বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা। এ ছাড়া রাজশাহী আর জামালপুরে সাঁওতাল ও রাজবংশীরা বাস করে ।
প্রশ্ন: বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কী?
উত্তর: বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ পালন করে থাকে নানা ধরনের উৎসব। এই উৎসবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-
১. মুসলমানদের ঈদ-উল- ফিতর ও ঈদ-উল- আজহা।
২. হিন্দুদের দুর্গাপূজাসহ নানা উৎসব-পার্বণ।
৩. বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা।
৪. খ্রিষ্টানদের ইস্টার সানডে আর বড়দিন।
প্রশ্ন : বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী?
উত্তর : বাংলাদেশের জনজীবন অনেক বৈচিত্র্যময়। এ দেশে রয়েছে নানা জাতের, নানা ধর্মের, নানা পেশার মানুষ। এই ভিন্ন ধরনের মানুষের পোশাক-আশাক ও পেশা ভিন্ন ধরনের। এ দেশে যেমন রয়েছে চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা, সাঁওতাল, রাজবংশী ইত্যাদি বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন; তেমনি রয়েছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মের লোকজন। এ দেশের জনজীবনের বৈচিত্র্যের মধ্যে আরও রয়েছে নানা পেশার লোকজনের সমাহার। এ দেশের লোকজন পেশাগতভাবেও বৈচিত্র্যময়। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস-আদালতে। যে যেমন ধরণের হোক না, একটা জায়গায় কিন্তু মিল রয়েছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা একজন কাজ দিয়ে অপর জনকে সাহায্য করছি। গড়ে তুলছি এই দেশ।
প্রশ্ন : নিচের বাক্যগুলো পড়ে পদ বের করো।
মনির খুব ভালো ছেলে। রবিন তার বন্ধু। মনির ও রবিন একত্রে মাঠে খেলে।
উত্তর : মনির, রবিন—বিশেষ্য পদ।
খুব ভালো—বিশেষণ পদ।
তার—সর্বনাম পদ।
ও—অব্যয় পদ।
খেলে—ক্রিয়া পদ।
এমকে