ফাইল ছবি

সুপ্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন’ থেকে ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরে বেশি নম্বর পেতে বিভিন্ন মৌলিক ও যৌগিক পদার্থের সংকেত, ইলেকট্রন সংখ্যা, আইসোটোপ ও পারমাণবিক ভর কত ইত্যাদি বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়বে। 

১. কোবাল্টের M কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?

(ক) ২ (খ) ১৫ (গ) ১৭ (ঘ) ১৮

২. nd5(n +1)s1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে নিচের কোনটি?

(ক) 26Cr  (খ)  25Mn (গ)  26Fe (ঘ) 29Cu

৩। টেকনিসিয়াম-৯৯ আইসোটোপের লাইফ টাইম কত ঘন্টা?

(ক) ৮ (খ) ৭ (গ) ৬ (ঘ) ৫

৪। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি?

(ক) ৭ (খ) ৪ (গ) ৩ (ঘ) ১

৫। হার্টে পেইসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটি?

(ক)  89sr    (খ) 131I   (গ) 192Ir    (ঘ) 238pu 

৬। রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?

(ক) 238pu (খ) 131I (গ)  106Ru (ঘ) 32p

৭। কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর ইলেকট্রন সংখ্যার সমান?

(ক) Ca2+ (খ) Al3+ (গ)F- (ঘ)Mg2+ 

৮। কোন মৌলটির নাম আরবী ভাষা থেকে নেয়া হয়েছে?

(ক) জিংক (খ)  অরাম (গ) নিযন (ঘ) জিরকোনিয়াম

৯। সালফার ফসফরাসের অণুর সংকেত কোনটি?

(ক) S8 ও P5 (খ) P4 ও S5  (গ)  S8 ও P4 (ঘ) S ও P 

১০। কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত?

(ক) ৬৪ (খ) ৬৩.৫ (গ) ৬২ (ঘ) ৬৫

১১। নিচের কোনটি জীবন্ত কোষের জন্য ক্ষতিকর?

(ক) আলফা-রে (খ) বিটা-রে (গ) গামা-রে (ঘ) এক্স-রে

১২। কেমোথেরাপিতে কী পদার্থ ব্যবহার করা হয়?

(ক) মৌলিক (খ) যৌগিক (গ) তেজষ্ক্রিয় (ঘ) নিউক্লিয়

১৩। ২,৮,ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের?

(ক) সালফার (খ) ফসফরাস (গ) পটাসিয়াম (ঘ) সিলিকন

১৪। (n+I)-এর মান বাড়লে-

(ক) ইলেকট্রনের শক্তি কমে (খ) ইলকট্রনের শক্তি বাড়ে (গ) অরবিটালের শক্তি বাড়ে (ঘ) অরবিটালের শক্তির তারতম্য হয় না

উত্তর : ১. খ, ২. ক, ৩.গ, ৪. ক, ৫. ঘ, ৬.ঘ, ৭. ক, ৮. ঘ, ৯. গ, ১০. খ, ১১. গ, ১২. গ, ১৩. ঘ, ১৪.গ।

এমকে