ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : পড়ে পাওয়া’ থেকে ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে বেশি নম্বর পেতে সংশ্লিষ্ট গল্প ও কবিতা থেকে নিজে নিজে আরো প্রশ্ন ও উত্তর তৈরি করে তা শিক্ষককে দিয়ে যাচাই করে নেবে। এরপর সেগুলো পড়বে।

১৪. কাদের বাগানে আম কুড়াতে কালবোশাখি উপেক্ষা করে সবাই ছুটছিল?

(ক) চাটুয্যেদের (খ) মুখুয্যেদের (গ) বাড়ুয্যেদের (ঘ) গাঙ্গুলিদের

১৫. চাঁপাতলীর আমের ব্যাপারে এত আগ্রহের কারণ তা-

i. প্রচুর পাওয়া যায় ii. খেতে অত্যন্ত সুস্বাদু iii. নির্বিঘ্নে কুড়ানো যায়

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) iii

১৬. লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?

(ক) শপথ (খ) বিশ্বাস (গ) সংশয় (ঘ) অনবরত

নিচের উদ্দীপকের আলোকে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

স্কুলের ঝাড়ুদার শচী। পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো। ভাবল, ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। কিন্তু রাতে ঘুমুতে গিয়ে মনে হলো- এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেয়া তার কর্তব্য। সে পরদিন তাই করল।

১৭. শচী ‘পড়ে পাওয়াগল্পের কোন চরিত্রের প্রতিভূ?

(ক) বাদল (খ) বিধু (গ) কথক (ঘ) সিধু

১৮. উল্লিখিত তুলনাটা কোন মানদন্ডে বিচার্য? উভয়ই-

i. ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ ii. লোকলজ্জার ভয়ে ভীত iii. অকল্যাণ চিন্তায় তাড়িত

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) ii  (গ) i ও ii (ঘ) ii ও iii

১৯. সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে কে বাড়ি ফিরছিল?

(ক) লেখক আর বিধু (খ) লেখক আর বাদল (গ) বিধু আর সিধু (ঘ) বিধু আর বাদল

২০. বাক্সটিতে নগদ টাকা কত ছিল?

(ক) চল্লিশ (খ) পঞ্চাশ (গ) ষাট (ঘ) সত্তর

২১. নোটিস দেওয়ার কয়দিন পরে একজন কালো লোক চণ্ডীমণ্ডপের সামনে এসে দাঁড়াল?

(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ

২২.পড়ে পাওয়াগল্পের কাহিনীর সময়টা কখনকার?

(ক) কালবৈশাখির (খ) বর্ষাকালের (গ) ঝড়-বাদলের (ঘ) শিলাবৃষ্টির

২৩. কিশোরদের দলের সর্দার কে ছিল?

(ক) সিধু (খ) নিধু (গ) তিনু (ঘ) বিধু

২৪. ‘পড়ে পাওয়াবাক্সটি কী রঙের টিনের ছিল?

(ক) হলুদ টিনের (খ) সবুজ টিনের (গ) খয়েরি টিনের (ঘ) কালো টিনের

২৫. বন্যায় কোন চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল?

(ক) মুরাতিপুর (খ) বারাকপুর (গ) অম্বরপুর (ঘ) নির্বিষখোলা

উত্তর : ১৪. গ, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. ক, ১৯. ক, ২০. খ, ২১. গ, ২২. ক, ২৩. ঘ, ২৪. খ, ২৫. গ।

এমকে