অষ্টম শ্রেণির বাংলা প্রথম পত্র : গল্প : পড়ে পাওয়া
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : পড়ে পাওয়া’ থেকে ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে বেশি নম্বর পেতে সংশ্লিষ্ট গল্পের শব্দার্থ ও টীকা,পাঠ-পরিচিতি, লেখক-পরিচিতি গুরুত্ব দিয়ে পড়বে। কেননা পরীক্ষায় এসব থেকেও বহুনির্বাচনি প্রশ্ন আসে।
১. ‘পড়ে পাওয়া’ রচনাটির লেখক কে?
বিজ্ঞাপন
(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (খ) মানিক বন্দ্যোপাধ্যায় (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৯০ সালের ১ মার্চ (খ) ১৮৯৩ সালের ১৫ মে (গ) ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর (ঘ) ১৮৯৫ সালের ২৭ জুন
৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কোন গ্রামে?
(ক) বারাকপুর (খ) নির্বিষখোলা (গ) অম্বরপুর (ঘ) চাঁপাতলী
৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কী?
(ক) বামাসুন্দরী দেবী (খ) স্বর্ণকুমারী দেবী (গ) মৃণালিনী দেবী (ঘ) রানী বিলাসমনি
৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কী?
(ক) মহারাজ বন্দ্যোপাধ্যায় (খ) মহানন্দ বন্দ্যোপাধ্যায় (গ) নারায়ণ বন্দ্যোপাধ্যায় (ঘ) নরেন বিশ্বাস
৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার পেশা কী ছিল?
(ক) কবিরাজী (খ) শিক্ষকতা (গ) কথকতা ও পৌরোহিত্য (ঘ) ঠিকাদারী
৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি ও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ-
(ক) পথের পাঁচালী উপন্যাস (খ) অপরাজিত উপন্যাস (গ) দুটোই (ঘ) একটিও নয়
৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনগুলো?
(ক) আরণ্যক (খ) ইছামতী (গ) নৌকাডুবি (ঘ) ক ও খ
৯. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনগুলো?
(ক) মেঘমল্লার, মৌরীফুল (খ) ভ্রমণ-দিনলিপি (গ) তৃণাঙ্কুর, স্মৃতির রেখা (ঘ) সবগুলোই
১০. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস কোনটি?
(ক) চাঁদের পাহাড় (খ) মিসমিদের কাচ (গ) হীরামানিক জ্বলে (ঘ) সবগুলোই
১১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রীর মৃত্যু ঘটে কত সালে?
(ক) ১৯১৫ (খ) ১৯১৬ (গ) ১৯১৭ (ঘ) ১৯১৮
১২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত বছর পর দ্বিতীয়বার বিয়ে করেন?
(ক) বিশ (খ) একুশ (গ) বাইশ (ঘ) তেইশ
১৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?
(ক) ১৯৪০ (খ) ১৯৫০ (গ) ১৯৬০ (ঘ) ১৯৭০
উত্তর : ১. ক, ২. গ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. গ, ৮. ঘ, ৯. ক, ১০.ঘ, ১১. ঘ, ১২.গ, ১৩. খ।
এমকে