এসএসসির রসায়ন : দ্বিতীয় অধ্যায় : পদার্থের অবস্থা (দ্বিতীয় পর্ব)
সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছো নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : পদার্থের অবস্থা’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। রসায়ন বিষয়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরে বেশি নম্বর পেতে পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট অধ্যায়ের প্রতিটি লাইন গুরুত্ব দিয়ে পড়বে।
১২. ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়?
বিজ্ঞাপন
(ক) নি:সরণ (খ) অনুব্যাপন (গ) ব্যাপন (ঘ) অভিস্রবণ
১৩. কোনো বস্তুর ব্যাপন ও নি:সরণ কোনটির উপর নির্ভরশীল?
(ক) বস্তুর ভর (খ) বস্তুর ঘনত্ব (গ) বস্তুর ভর ও ঘনত্ব (ঘ) বস্তুর আণবিক গঠন
১৪. বাইরের চাপের উপর নির্ভর করে কোনটি?
(ক) গলনাঙ্ক (খ) হিমাঙ্ক (গ) আপেক্ষিক তাপ (ঘ) স্ফুটনাঙ্ক
১৫. ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কোন ভৌত অবস্থার অস্তিত্ব নেই?
(ক) কঠিন (খ) তরল (গ) গ্যাসীয় (ঘ) বায়বীয়
১৬. প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনটির ঘনত্ব বেশি?
(ক) অক্সিজেন (খ) হাইড্রোজেন (গ) মিথেন (ঘ) নাইট্রোজেন
১৭. চাপ প্রয়োগে কোন পদার্থের আয়তন অধিকমাত্রায় সংকোচনশীল?
(ক) কঠিন (খ) তরল (গ) গ্যাসীয় (ঘ) কেলাস
১৮. মোমবাতির গলনে-
i. তাপ ও আলো উৎপন্ন হয় ii. কণাসমূহের আন্ত:আণবিক শক্তি কমে যায় iii. গ্রিনহাউজ গ্যাস তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৯. H6, He, N2 ও CO2 গ্যাসগুলোর মধ্যে-
i. N2-এর ব্যাপন হার সবচেয়ে বেশি ii. CO2-এর ব্যাপন হার সবচেয়ে কম iii. He-এর ব্যাপন হার সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২০. ব্যাপনের হার একই-
i. নাইট্রাস অক্সাইড ii. কার্বন ডাইঅক্সাইড iii. প্রোপেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২১. মোম আগুনে জ্বালানো হচ্ছে-
i. একটি রাসায়নিক পরিবর্তন ii. কার্বনের দহন iii. কার্বন ডাইঅক্সাইড ও পানির বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তাপ বৃদ্ধি করলে তাপ বৃদ্ধি করলে
তাপ হ্রাস করলে তাপ হ্রাস করলে
২২. B- এর ক্ষেত্রে-
i. আন্তঃআণবিক আকর্ষণ অ অপেক্ষা কম ii. নির্দিষ্ট আকারা ও আয়তন আছে iii. চাপে আয়তন স্বল্পমাত্রায় সংকোচনশীল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২৩. A-এর ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) আন্ত:আণবিক শক্তি কম (খ) চাপের ফলে অতিমাত্রায় সংকোচনশীল (গ) নির্দিষ্ট আকার ও আয়তন আছে (ঘ) তাপ ও চাপে অপরিবর্তনশীল
উত্তর : ১২. গ, ১৩.গ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ, ২১. খ, ২২. গ, ২৩. গ।
এমকে