ফাইল ছবি

প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এ বিষয়ের বহুনির্বাচনি প্রশ্ন উত্তরে ভালো করতে পাঠ্যবইয়ের এ অধ্যায়ের মূলধন, প্রারম্ভিক সম্পদ ও দায়, মূলধন ও বিশেষ তহবিল, বিনিয়োগ, আমানত সম্পর্কে মনোযোগসহকারে বুঝে পড়বে।

৪৬. সাধারণত অবচয় ধরা হয় সম্পদের-

(ক) প্রারম্ভিক মূল্যের ওপর (খ) সমাপনী মূল্যের ওপর (গ) সম্পদ হতে বিক্রয় বাদ দিয়ে (ঘ) সম্পদ হতে নতুন ক্রয় যোগ করে

৪৭. উইলকৃত ধনদৌলত কোন জাতীয় প্রাপ্তি-

(ক) মুনাফাজাতীয় আয় (খ) মুনাফাজাতীয় ব্যয় (গ) মূলধনজাতীয আয় (ঘ) মূলধনজাতীয় ব্যয়

৪৮. আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি অংশে বসে-

(ক) বকেয়া দায় (খ) বকেয়া খরচ (গ) অগ্রিম দায় (ঘ) অগ্রিম খরচ

৪৯. অব্যবহৃত ডাকটিকেট প্রতিষ্ঠানের জন্য-

(ক) আয় (খ) ব্যয় (গ) দায় (ঘ) সম্পদ

৫০. ২,০০০ টাকা এখনো অনাদায়ী রয়েছে। চলতি বছরের এখানে অনাদায়ী চাঁদা-

(ক) বকেয়া দায় (খ) বকেয়া আয় (গ) অগ্রিম আয় (ঘ) অগ্রিম খরচ

৫১. ক্রয়মূল্যের ওপর ১০% হারে সঞ্চয়পত্রের সুদের পরিমাণ ২,০০০ টাকা হলে সঞ্চয়পত্রের মূল্য হবে-

(ক) ২০০ টাকা (খ) ২০০০ টাকা (গ) ২০,০০০ টাকা (ঘ) ২,০০,০০০ টাকা

৫২. ভাড়া ১০,০০০ টাকা ১০ মাসের জন্য প্রদত্ত হলে-

(ক) দায় হ্রাস পাবে (খ) দায় বৃদ্ধি পাবে (গ) মূলধন বৃদ্ধি করে (ঘ) মূলধন হ্রাস করে

৫৩. আয়াতিরিক্ত ব্যয় প্রতিষ্ঠানের-

(ক) সম্পদ বৃদ্ধি করে (খ) সম্পদ হ্রাস করে (গ) মূলধন তহবিল বৃদ্ধি করে (ঘ) মূলধন তহবিল হ্রাস করে

৫৪. কোনো সম্পত্তিসংক্রান্ত নির্মাণ ব্যয় বকেয়া হলে তা-

(ক) মুনাফাজাতীয় আয় (খ) মূলধন জাতীয় ব্যয় (গ) অলিখিত ব্যয় (ঘ) বিবিধ ব্যয়

৫৫. মূলধনজাতীয় ব্যয় বকেয়া থাকলে-

(ক) সম্পদ বাড়ে, দায় কমে(খ) সম্পদ বাড়ে, দায় বাড়ে (গ) সম্পদ কমে, দায় বাড়ে (ঘ) সম্পদ কমে, দায় বাড়ে

৫৬. অব্যবসায়ী প্রতিষ্ঠানর মূলধনকে বলা হয়-

(ক) মূলধন (খ) প্রারম্ভিক সম্পদ (গ) প্রারম্ভিক দায় (ঘ) মূলধন তহবিল

৫৭. মূলধন তহবিলের আরেক নাম হলো-

(ক) বিনিয়োগ (খ) আমানত (গ) সাধারণ তহবিল (ঘ) বিশেষ তহবিল

৫৮. সাধারণত অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রশ্নপত্রে দেওয়া থাকে না-

(ক) নগদ তহবিল (খ) প্রারম্ভিক সম্পদ (গ) প্রারম্ভিক দায় (ঘ) মূলধন তহবিল

৫৯. আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি দায় উভয় দিকের সমতা বিধানের অপরিহার্য উপাদান হলো-

(ক) আয়াতিরিক্ত ব্যয় (খ) ব্যয়াতিরিক্ত আয় (গ) মূলধন তহবিল (ঘ) নগদ তহবিল

৬০. মূলধন তহবিল নিরূপণ করা হয়-

(ক) সম্পদ জানার জন্য (খ) দায়সমূহ জানার জন্য (গ) সম্পদ ও দায় জানার জন্য (ঘ) সম্পদ ও দায়ের সমতা বিধানের জন্য

উত্তর : ৪৬. ক, ৪৭. গ, ৪৮. ঘ, ৪৯.ঘ, ৫০. খ, ৫১. গ, ৫২. খ, ৫৩. ঘ, ৫৪. খ, ৫৫. খ, ৫৬. ঘ, ৫৭. গ, ৫৮. ঘ, ৫৯.গ, ৬০. ঘ।

এমকে