ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় : তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব’ থেকে আরো ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। জেএসসি পরীক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এ প্লাস পেতে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরে পূর্ণ নম্বর পেতে হবে। কাজেই তোমরা সেভাবে প্রস্তুতি নেবে।

৩৭। আউটসোর্সিং প্রতিষ্ঠানের নাম-

i. ফ্রিল্যান্সার ii. আপওয়ার্ক iii. ইল্যান্স

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৩৮। ঘরে বসে আয় করা যায়-  

i. আউটসোর্সিংয়ের সাহায্যে ii. বেশি বেশি বই পড়ে iii. ওয়েবসাইট তৈরি করে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৩৯। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেশির ভাগ সময় কিসের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল?

(ক) রেডিও (খ) টেলিভিশন (গ) কম্পিউটার (ঘ) ল্যান্ডফোন

৪০। ‘আমি তোমায় যত শুনিয়েছিলাম গান’-এই গানের গায়ক কে?

(ক) অজয় মল্লিক (খ) পঙ্কজ মল্লিক (গ) পঙ্কজ উদাস (ঘ) পল্লব মল্লিক

৪১। তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা কী?

(ক) কাজের ক্ষেত্র তৈরি (খ) বেকারত্ব বৃদ্ধি (গ) দারিদ্র্য কমানো (ঘ) লোকের অভাব

৪২। ICT-এর পূর্ণনাম কী?

(ক) Information & Communication Technology (খ) Important & Communication Technology (গ) Information & Commercial Text (ঘ) Indext Computer Technology

৪৩। যোগাযোগ করার পদ্ধতি সাধারণত কয় ধরনের?

(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ

৪৪। দিন দিন অনলাইন পত্রিকার সংখ্যা-

(ক) কমে যাচ্ছে (খ) বৃদ্ধি পাচ্ছে (গ) একই রয়েছে (ঘ) হুমকির মুখে

৪৫। খবরের কাগজ ম্যাগাজিন যোগাযোগের কোন পদ্ধতি?

(ক) ব্রডকাস্ট (খ) ইউনিকাস্ট (গ) মাল্টিকাস্ট (ঘ) সুপারকাস্ট

৪৬। একমুখী যোগাযোগকে ইংরেজিতে কী বলা হয়?

(ক) মাল্টিকাস্ট (খ) ইউনিকাস্ট (গ) ব্রডকাস্ট (ঘ) মিনিকাস্ট

৪৭। ব্রডকাস্টের উদাহরণ নিচের কোনটি?

(ক) টেলিভিশন (খ) কম্পিউটার (গ) মাউস (ঘ) কি-বোর্ড

৪৮। দ্বিমুখী যোগাযোগ মাধ্যম নিচের কোনটি?

(ক) টেলিফোন (খ) পত্রিকা (গ) মাউস (ঘ) স্পিকার

৪৯। বর্তমানে একজন মানুষের নামের সঙ্গে কোন পরিচয়টি জরুরি হয়ে পড়েছে?

(ক) ওয়েবসাইট (খ) চাকরি (গ) ই-মেইল অ্যাড্রেস (ঘ) পদবি

৫০। পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো মানুষ যোগাযোগ করতে পারে কোন মাধ্যমে?

(ক) কি-বোর্ড (খ) রেডিও (গ) ই-মেইল অ্যাড্রেস (ঘ) টেলিভিশন

৫১। ই-মেইল ব্যবহার করার সুবিধা কী?

i. তথ্য পাঠানো যায় ii. ছবি পাঠানো যায় iii. চিঠি পাঠানো যায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৫২। পৃথিবীর মানুষের মধ্যে এখন যোগাযোগের জন্য কী বেশি ব্যবহার করা হয়?

(ক) টেলিভিশন (খ) সংবাদপত্র (গ) মডেম (ঘ) ই-মেইল

৫৩। পণ্যের ছবি পাঠাতে কি ব্যবহার করা হয়?

(ক) কীবোর্ড (খ) ই-মেইল (গ) টেলিফোন (ঘ) মডেম

উত্তর : ৩৭. ঘ, ৩৮. খ, ৩৯.ক, ৪০. খ, ৪১. ক, ৪২. ক, ৪৩. ক, ৪৪. খ, ৪৫. ক, ৪৬. গ, ৪৭. ক, ৪৮. ক, ৪৯.গ, ৫০. গ, ৫১. ঘ, ৫২. ঘ, ৫৩. খ।

এমকে