ফাইল ছবি

সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী’ থেকে ১৮টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পিইসি পরীক্ষায় গণিতে এ প্লাস পেতে পরীক্ষায় আসা সবগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সঠিক উত্তর করতে হবে। সেজন্য গণিত বিষয়টি নিয়মিত অনুশীলন করবে।

১. পিতা পুত্রের বয়সের পার্থক্য ৩০ বছর। পিতার বয়স ৫০ বছর হলে, পুত্রের বয়স কত?

উত্তর : ২০ বছর।

২. ৩৮ হালি ডিমের দাম ৯৫০ টাকা। একই মূল্যে আরো হালি ডিম ক্রয় করা হলো। তাহলে মোট কত টাকার ডিম ক্রয় করা হলো?

উত্তর : ১০৫০  

৩. ৬টি চেয়ার ৩০০০ টাকায় এবং ৩টি টেবিল ২৪০০ টাকায় ক্রয় করা হলো। তাহলে মোট কত টাকার চেয়ার-টেবিল ক্রয় করা হলো?

উত্তর : ৫৪০০     

৪. বিয়োজন ৯৮৫২১৪ এবং বিয়োজ ৯৭৪৬৫ হলে, বিয়োগফল কত হবে?

উত্তর : ৮৮৭৭৪৯    

৫. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল লক্ষ হবে?

উত্তর : ৬০০০০১    

৬. পিতা পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের গুণ হলে পুত্রের বয়স কত?

উত্তর : ২৪ বছর।     

৭. কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের ১২ গুণ এবং ভাজ্য ৯৮৯৬। ভাগশেষ হলে, ভাগফল কত?

উত্তর : ১০৩     

৮. ১০টি বইয়ের দাম ১০৫০ টাকা। ১টি বইয়ের দাম কত?

উত্তর : ১৫০     

৯. মাতার বয়স পুত্রের বয়সের গুণ। পুত্রের বয়স বছর হলে, মাতার বয়স কত?

উত্তর : ২৪ বছর।  

১০. কোনো ভাগ অঙ্ক নিঃশেষে বিভাজ্য হয়েছে, কোনটি দ্বারা তা বুঝতে পারা যায়?

উত্তর : যখন ভাগশেষ থাকে না।  

১১.  কোনো ভাগ অঙ্কে ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ হলে, ভাজ্য কোনটি?

উত্তর : ১৯৫০       

১২. ভাজক ৯৬, ভাজ্য ৯৮৯৬ এবং ভাগশেষ হলে, ভাগফল কোনটি?

উত্তর : ১০৩ 

১৩. দুইটি সংখ্যার গুণফল ৮৯২৬২। একটি সংখ্যা ৩৪২ হলে, অপর সংখ্যাটি কোনটি?

উত্তর : ২৬১

১৪. দুইটি সংখ্যার গুণফল ৬২৭২। একটি সংখ্যার গুণ ২৫৬ হলে, অপর সংখ্যা কোনটি?

উত্তর : ৯৮  

১৫. হালি ডিমের দাম ১২০ টাকা হলে, ১টি ডিমের দাম কত?

উত্তর : ৬ টাকা।         

১৬. ডজন আমের দাম ৯৬ টাকা হলে, ১টি আমের দাম কত?

উত্তর : ৪ টাকা।    

১৭. নিলয় ইমরানের একত্রে ১০২৮ টাকা আছে। ইমরানের নিলয়ের চেয়ে ৩১৬ টাকা বেশি থাকলে নিলয়ের টাকা কত?

উত্তর : ৩৫৬ টাকা।         

১৮. রফিক সাহেব এক মাসে আয় করেন ২৫,০০০ টাকা। তিনি এক বছরে কত আয় করেন?

উত্তর : ৩,০০,০০০ টাকা। 

এমকে