ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রেরপ্রবন্ধ : ভাব কাজ’ থেকে ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে ভালো করতে সংশ্লিষ্ট প্রবন্ধের প্রতিটি লাইন মনোযোগসহকারে পড়বে। তাহলে পরীক্ষায় গতানুগতিক প্রশ্নের বাইরে প্রশ্ন করা হলেও তোমরা সঠিক উত্তরটি করতে পারবে।

১. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৩০৫ (খ) ১৩০৬ (গ) ১৩০৭ (ঘ) ১৩০৮

২. ‘বিজল‘ কোন ধরনের পত্রিকা?

(ক) দৈনিক (খ) সাপ্তাহিক (গ) পাক্ষিক (ঘ) মাসিক

৩. সাহিত্যের সকল শাখায় কে উজ্জ্বল পরিচয় দিয়েছেন?

(ক) কাজী নজরুল ইসলাম (খ) গৌরীপ্রসন্ন মজুমদার (গ) সিকান্দার আবু জাফর (ঘ) শামসুর রাহমান

৪. আরবি-ফারসি শব্দ ব্যবহারে কুশলতা দেখিয়েছেন কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কায়কোবাদ (গ) কামিনী রায় (ঘ) কাজী নজরুল ইসলাম

৫. ‘রিক্তের বেদনকবি নজরুল রচিত কোন ধরনের গ্রন্থ?

(ক) উপন্যাস (খ) কাব্য (গ) গল্পগ্রন্থ (ঘ) নাটক

৬. কবি নজরুল কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?

(ক) ৪১ বছর (খ) ৪২ বছর (গ) ৪৩ বছর (ঘ) ৪৪ বছর

৭. কী দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে?

(ক) চিন্তা (খ) ভাব (গ) কাজ (ঘ) স্পিরিট

৮. পুষ্পবিহীন সৌরভের মতো কোনটি?

(ক) কাজ (খ) কাজ ও ভাব (গ) ভাব (ঘ) শক্তি

৯. ‘ভাব কাজ’ রচনায় লেখক ভাবকে কার দাস করতে বলেছেন?

(ক) কার্যের (খ) আত্মার (গ) কল্যাণের (ঘ) স্বার্থের

১০. মহৎ কিছু করার জন্য কী প্রয়োজন?

(ক) ভাব (খ) উদ্যোগ ও ভাব (গ) কাজ (ঘ) ভাব ও কাজ

১১. কীসের কাঠির ছোঁয়া দিয়ে মানুষকে জাগিয়ে তুলতে হবে?

(ক) সোনার (খ) রূপার (গ) লোহার (ঘ) পিতলের

১২. ভাবকে কাজে রূপান্তরিত করতে না পারলে ভাবাবেশ কীসের মতো উড়ে যায়?

(ক) খড় (খ) কর্পূর (গ) স্পিরিট (ঘ) ধুলো

১৩. কে একনাগাড়ে ছয় মাস ঘুমাত?

(ক) রাবণ (খ) কুম্ভকর্ণ (গ)  রাম (ঘ) লক্ষ্মণ

১৪. ‘পুয়ালশব্দের অর্থ কী?

(ক) পেয়ালা (খ) খড় (গ) পেয়ারা (ঘ) পুত্র

১৫. কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন?

(ক) অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য (খ) পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদের জন্য (গ) শ্রেণি বৈষম্য দূরীকরণের জন্য (ঘ) অসহায় মানুষের পক্ষে সংগ্রামের জন্য

উত্তর : ১. খ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. গ, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. ঘ, ১১. ক, ১২. খ, ১৩. খ, ১৪. খ, ১৫. ক।

এমকে