ফাইল ছবি

সুপ্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছো নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘প্রথম অধ্যায় : রসায়নের ধারণা’ থেকে আরো ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। রসায়নের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে ভালো নম্বর পেতে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি লাইন বারবার বুঝে পড়বে।

১৩. কোন যুগীয় রসায়ন চর্চা আল-কেমি নামে পরিচিত?

(ক) আধুনিক (খ) পুরাতন (গ) প্রাচীন ও মধ্য (ঘ) উনিশ শতক

১৪. মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে?

(ক) ২৬০০ (খ) ২৫০০ (গ) ২৪০০ (ঘ) ২৩০০

১৫. উদ্ভিদে খাদ্য সঞ্চিত হয় কোন প্রক্রিয়ায়?

(ক) সালোকসংশ্লেষণ (খ) শ্বসন (গ) অভিস্রবণ (ঘ) ব্যাপন

১৬. স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ নয় নিচের কোনটি?

(ক) বেনজিন (খ) টি এন টি (গ) টলুইন (ঘ) জাইলিন

১৭. বিস্ফোরক পদার্থ নয় কোনটি?

(ক) টিএনটি (খ) জৈব পার-অক্সাইড (গ) নাইট্রোগ্লিসারিন (ঘ) টলুইন

১৮. মোম কী?

i. একটি জৈব যৌগ ii. কার্বন ও হাইড্রোজেন যৌগ iii. এটি একটি হাইড্রোকার্বন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii

১৯. জৈব পারঅক্সাইডের ধর্ম কোনটি?

(ক) অস্থিত (খ) সুস্থিত (গ) ক্ষয়কারক (ঘ) দাহ্য

২০. পাকা আম মিষ্টি হয় যার উপস্থিতির জন্য-

i. গ্লুকোজ ii. ফ্রুক্টোজ iii. সুক্রোজ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii

২১. কোন বস্তু আগুন বা তাপ থেকে দূরে রাখতে হয়?

i. মোম ii. অ্যারোসোল iii. পেট্রোলিয়াম

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii

২২. স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ-

i. বেনজিন ii. টলুইন iii. জাইলিন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii

২৩. বৃত্তের উপর আগুনের শিখা সংবলিত রাসায়নিক পদার্থ-

i. কঠিন পদার্থ ii. গ্যাস বা তরল iii. জারক পদার্থ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উত্তর : ১৩. গ, ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ক, ২০. ক, ২১.খ, ২২.ঘ, ২৩. গ।

এমকে