পঞ্চম শ্রেণির গণিত : দ্বিতীয় অধ্যায় : ভাগ
সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : ভাগ’ থেকে ২৩টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা নিজে নিজে পাঠ্যবইয়ের প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে আরো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৈরি করে বাসায় নিয়মিত অনুশীলন করবে। তাহলে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।
দ্বিতীয় অধ্যায় : ভাগ
বিজ্ঞাপন
১. যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর : ভাজক।
২. যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর : ভাজ্য।
৩. (ভাজ্য -ভাগশেষ) ÷ ভাগফল = কী?
উত্তর : ভাজক।
৪. দুইটি সংখ্যার গুণফল দেয়া আছে। এদের একটি জানা থাকলে অপরটি কোন প্রক্রিয়ায় পাওয়া যায়?
উত্তর : ভাগ।
৫. দুইটি সংখ্যার গুণফল ৪৩২৯০। একটি সংখ্যা ৫৫৫ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ৭৮
৬. ভাজ্য ৩৭০২৪, ভাগফল ৮৯ এবং ভাগশেষ ০ হলে, ভাজক কত?
উত্তর : ৪১৬
৭. যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর : ভাজক।
৮. এক ডজন পেন্সিলের দাম ৮৪ টাকা হলে, ১টি পেন্সিলের দাম কত?
উত্তর : ৭
৯. কোনো ভাগ অঙ্কে ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ৬৩ হলে, ভাজ্য কত?
উত্তর : ২০১৩
১০. কোনো ভাগ অঙ্কে ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯ হলে, ভাগফল কত?
উত্তর : ১০২
১১. ৩৮ হালি ডিমের দাম ১২১৬ টাকা। ১টি ডিমের দাম কত?
উত্তর : ৮
১২. ৯৩৫০০ ÷ ১০০= কত?
উত্তর : ৯৩৫
১৩. ভাজক ১০, ভাগফল ১০ ও ভাগফল ১ হলে, ভাজ্য কত হবে ?
উত্তর : ১০১
১৪. ৯৯০০০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর : ৯৯০০
১৫. ১ কুইন্টাল = কত?
উত্তর : ১০০ কেজি।
১৬. চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচের কোনটি?
উত্তর : ৯৯৯৯
১৭. ১ দিনে কত ঘন্টা?
উত্তর : ২৪
১৮. ৮, ৩, ৫, ০, ৭ অংঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা নিচের কোনটি?
উত্তর : ৮৭৫৩০
১৯. ৯, ৪, ০, ২, ৬ অংঙ্ক দ্বারা গঠিত ক্ষদ্রতম সংখ্যা নিচের কোনটি?
উত্তর : ২০৪৬৯
২০. একটি সংখ্যার দশগুণ ১২০ হলে,সংখ্যাটি কত?
উত্তর : ১২
২১. ১ কুইন্টাল চালের দাম ২১০০ টাকা হলে ১ কেজির দাম কত?
উত্তর : ২১ টাকা।
২২. একটি সংখ্যার তিনগুণ ৩০ হলে সংখ্যাটি কত?
উত্তর : ১০
২৩. কোনো ভাগ অংকে ভাজ্য এবং ভাজক সমান হলে ভাগফল কোনটি হবে?
উত্তর : ১
এমকে