ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘প্রথম অধ্যায় : প্যাটার্ন’ থেকে আরো ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। গণিতের বহুনির্বাচনি প্রশ্নোত্তরে ভালো নম্বর পেতে অঙ্কগুলো মুখস্থ না করে রুটিনমাফিক প্রতিদিন নিয়মিত চর্চা করবে।

১১. -, -, -, -১২,... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?

(ক) -১৩ (খ) -১৪ (গ) -১৫ (ঘ) -১৮

১২. সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?

(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৫

১৩. নিচের কোনটি মৌলিক সংখ্যা?

(ক) ১০ (খ) ১২ (গ) ১৩ (ঘ) ১৬

১৪. নিচের কোনটি ফিবোনাক্কি সংখ্যার তালিকা?

(ক) ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ........ (খ) ৩, ১০, ১৭, ২৪, ৩১, ৩৮, ....... (গ) ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ........ (ঘ) ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ..........

১৫.  থেকে ২০ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত?

(ক) ১১০ (খ) ২১০ (গ) ৩১০ (ঘ) ৪১০

১৬. ইরাটোস্থিনিস  ছাঁকনির সাহায্যে কোন ধরসের সংখ্যা বাছাই করা হয়?

(ক) বিজোড় (খ) স্বাভাবিক (গ) জোড় (ঘ) মৌলিক

১৭. , , , , , , , ১৩, ২১, .....

i. সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলে ii. তালিকাতে যেকোনো দুইটি ক্রমিক সংখ্যা যোগ করলে পরবর্তী ক্রমিক সংখ্যাটি পাওয়া যায় iii. তালিকার পরর্বতী ফিবোনাক্কি সংখ্যাটি ৩৪

নিচের কোনটি সঠিক?

(ক) i, ii (খ) i ও  iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১৮. ‘গ’ স্বাভাবকি সংখ্যা-

i. ২গ জোড় সংখ্যা ii. (গ+১) সর্বদাই জোড় সংখ্যা iii. (২গ+১) বিজোড় সংখ্যা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও  iii (গ)  ii ও  iii (ঘ) i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ১৯ থেকে ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১, ৩, ৫, ৭, .......... ১৯।

১৯. পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত?

(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪

২০. তালিকাতে কতটি পদ আছে?

(ক) ৭ (খ) ৮ (গ) ৯ (ঘ) ১০

২১. সংখ্যাগুলোর সমষ্টি কত ?

(ক) ১০০ (খ) ১০২ (গ) ১০৫ (ঘ) ১১০

উত্তর : ১১. গ, ১২. খ, ১৩.গ, ১৪. গ, ১৫.খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. খ, ২০. ঘ, ২১. ক।

এমকে