একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান : বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। হিসাববিজ্ঞান বিষয়ে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরে ভালো করতে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি লাইন মনোযোগসহকারে বারবার পড়বে।
১৬. অব্যবসায়ী প্রতিষ্ঠান হতে পারে-
বিজ্ঞাপন
(ক) সরকারি প্রতিষ্ঠান (খ) বেসরকারি প্রতিষ্ঠান (গ) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান (ঘ) কোনোটিই নয়
১৭. অব্যবসায়ী প্রতিষ্ঠান হলো-
(ক) উৎপাদনমূলক (খ) সেবামূলক (গ) আমদানি-রপ্তানিমূলক (ঘ) পণ্য বিনিময়মূলক
১৮. সেবা ও প্রকৃতির বিচারে অব্যবসায়ী প্রতিষ্ঠানকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
১৯. যে সকল অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য সেবা দান করা এবং যারা দ্রব্যের লেনদেনের কাজে লিপ্ত থাকে না সেগুলো হলো-
(ক) অব্যবসায়ী মুনাফাভোগী (খ)অব্যবসায়ী অমুনাফাভোগী (গ) সরকারি প্রতিষ্ঠান (ঘ) বেসরকারি প্রতিষ্ঠান
২০. নিচের কোনটি অব্যবসায়ী অমুনাফাভিত্তিক প্রতিষ্ঠান?
(ক) শিক্ষা প্রতিষ্ঠান (খ) ব্যাংক (গ) বিমা কোম্পানি (ঘ) পোশাক শিল্প
২১. যেসকল অব্যবসায়ী প্রতিষ্ঠান দ্রব্যের ক্রয়-বিক্রয়ের সাথে সরাসরি জড়িত না থেকে পেশাগত দক্ষতার মাধ্যমে মুনাফা অর্জন করে সেগুলো হলো-
(ক) অব্যবসায়ী মুনাফাভোগী (খ) অব্যবসায়ী অমুনাফাভোগী (গ) সরকারি প্রতিষ্ঠান (ঘ) বেসরকারি প্রতিষ্ঠান
২২. নিচের কোনটি মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান?
(ক) চার্টার্ড এ্যাকাউন্টেড/সি. এ. ফার্ম (খ) বিশ্ববিদ্যালয় (গ) সোনালী ব্যাংক (ঘ) গার্মেন্টস শিল্প
২৩. রেডক্রস সোসাইটি নিচের কোন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত?
(ক) মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান (খ) অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান (গ) আর্থিক প্রতিষ্ঠান (ঘ) বাণিজ্যিক প্রতিষ্ঠান
২৪. নিচের কোনটি মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান নয়?
(ক) টিউটোরিয়াল হোম (খ) নার্সিং হোম (গ) নৃত্য শিক্ষালয় (ঘ)মসজিদ, মন্দির
২৫. এন. জি. ও কোন শ্রেণির ব্যবসায় প্রতিষ্ঠান?
(ক) ব্যবসায়ী প্রতিষ্ঠান (খ) অব্যবসায়ী প্রতিষ্ঠান (গ) মুনাফা প্রদানকারী প্রতিষ্ঠান (ঘ) ব্যক্তিগত প্রতিষ্ঠান
২৬. অব্যবসায়ী প্রতিষ্ঠান জড়িত থাকে না-
(ক) সেবামূলক কাজে (খ) আর্থিক লেনদেনে (গ) পণ্যদ্রব্য বণ্টনে (ঘ) চিত্তবিনোদনে
২৭. অব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনার জন্য কর্মকর্তারা দায়ী থাকেন-
(ক) মালিকের নিকট (খ) সরকারের নিকট (গ) সদস্যদের নিকট (ঘ) ঋণদাতার নিকট
২৮. অব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনটি দিতে হয় না?
(ক) কর (খ) আয়কর (গ) মূলধনের সুদ (ঘ) ঋণের সুদ
২৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয়াতিরিক্ত আয়-
(ক) বণ্টন করা হয় (খ) বণ্টন করা হয় না (গ) সদস্যরা পাবেন (ঘ) তহবিল গঠন করা হয়
৩০. প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুতের পর তৈরি করা হয়-
(ক) মূলধন তহবিল (খ) আয়-ব্যয় হিসাব (গ) আর্থিক অবস্থার বিবরণী (ঘ) প্রারম্ভিক মূলধন
উত্তর : ১৬. গ, ১৭. খ, ১৮. ক, ১৯. খ, ২০. ক, ২১. ক, ২২. ক, ২৩. খ, ২৪. ঘ, ২৫. খ, ২৬. গ, ২৭. গ, ২৮. খ, ২৯. খ, ৩০. খ।
এমকে