অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (চতুর্থ পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ‘প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বহুনির্বাচনি প্রশ্নে অনুচ্ছেদযুক্ত প্রশ্ন দেয়া থাকলে অনুচ্ছেদটি গুরুত্ব দিয়ে পড়ে প্রশ্নের সঠিক উত্তর করবে।
২৫. ভার্চুয়াল প্রতিষ্ঠানের কারণে-
বিজ্ঞাপন
i. ঘরে বসে কাজ করা যায় ii. কাজের ধরণ প্রতিনিয়ত পাল্টাচ্ছে iii. কর্মীর সংখ্যা কমছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৬. বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি-বিষয়ক কোম্পানি কোনটি?
(ক) মাউস কোম্পানি (খ) টেলিভিশন কোম্পানি (গ) রেডিও কোম্পানি (ঘ) মোবাইল কোম্পানি
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুজন ও সুমন একটি প্রতিষ্ঠিত মোবাইল কোম্পানিতে কাজ করেন। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে অনেকের কর্মসংস্থান হচ্ছে।
২৭. সুজন ও সুমন যে কোম্পানিতে কাজ করে তা কোন ধরনের কোম্পানি?
(ক) কৃষি বিষয়ক (খ) প্রযুক্তি বিষয়ক (গ) তথ্য বিষয়ক (ঘ) শিক্ষা বিষয়ক
২৮. উদ্দীপকে উল্লিখিত বিষয় থেকে আমরা পেতে পারি-
i. বিল পরিশোধ সেবা ii. নতুন খাত iii. বিজ্ঞপ্তি প্রকাশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৯. মোবাইল প্রযুক্তি বিস্তারের ফলে-
i. মোবাইল ব্যাংকের সুবিধা ii. অসংখ্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি iii. বিল পরিশোধের ক্ষেত্র বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩০. তথ্য বিশ্লেষণ সহজ হয়েছে কিসের সাহায্যে?
(ক) মোবাইল (খ) কম্পিউটার (গ) স্মার্টফোন (ঘ) ক্যালকুলেটর
৩১. ই-মেইল কী?
(ক) বিশ্বব্যাপী দ্রুত ডাক-ব্যবস্থা (খ) ডাক-ব্যবস্থা (গ) চিঠি পাঠানো (ঘ) চিঠি গ্রহণ
৩২. গবেষণাকাজে কোন যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
(ক) ক্যালকুলেটর (খ) স্মার্টফোন (গ) কম্পিউটার (ঘ) মোবাইল
৩৩. নতুন এক ধরনের সেবা চালু হয়েছে তার নাম-
(ক) জব মার্কেট (খ) মোবাইল মার্কেট (গ) জবসাইট (ঘ) মোবাইল সাইট
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মিসেস রহমান প্রায়ই শপিং মল থেকে কেনাকাটা করে থাকেন। প্রয়োজনে শুক্রবারও তিনি ব্যাংকের বুথ থেকে টাকা ওঠাতে পারেন। তাঁর রয়েছে ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড।
৩৪. টাকা ওঠানোর জন্য মিসেস রহমান কোথায় গিয়েছিলেন?
(ক) এটিএম বুথে (খ) শপিং মলে (গ) ব্যাংকে (ঘ) অফিসে
৩৫. ছুটির দিনে টাকা ওঠানোর জন্য কী ব্যবহার করতে হয়?
(ক) চেক বই (খ) ভালো সম্পর্ক (গ) ডেবিট বা ক্রেডিট কার্ড (ঘ) পিন কোড
৩৬. কর্মসংস্থানের সাইট হলো-
i. upwork.com ii. www.freelancer.com iii. www.elance.com
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ২৫. ঘ, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. খ, ৩১. ক, ৩২. গ, ৩৩. গ, ৩৪. ক, ৩৫. গ, ৩৬. ঘ।
এমকে