ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকবে ৫০। পরীক্ষায় বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর থাকবে। আজ তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় : তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব’ থেকে ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর করার সময় সবগুলো উত্তরই সঠিক বলে মনে হয়। কাজেই সঠিক উত্তর বাছাইয়ের ক্ষেত্রে পাঠ্যবইয়ের অধ্যায়গুলো গুরুত্ব দিয়ে পড়বে।

১. সহজে আজকাল বিদেশ থেকে টাকা কিসের মাধ্যমে পাঠানো যায়? 

(ক) রেডিও (খ) ল্যান্ড ফোন (গ) মোবাইল ফোন (ঘ) ফ্যাক্স

২. বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেখে কিভাবে আবেদন করা যায়?

(ক) অনলাইন (খ) সাদা কাগজে (গ) স্বহস্তে লিখে (ঘ) টাইপকৃত ডকুমেন্টে

৩. কিসের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে?

(ক) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (খ) তথ্য (গ) প্রযুক্তি (ঘ) রেডিও

৪. বিভিন্ন পরীক্ষার ফলাফল কিসের মাধ্যমে সহজেই জানা যায়?

(ক)  পত্রিকার পাতা (খ) মোবাইল ফোন (গ) রেডিও (ঘ) টেলিভিশন

৫. তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কী হয়েছে?

(ক) গতি কমছে (খ) কাজের গতি বাড়ছে (গ) গতি বাড়ছে (ঘ) কাজের গতি কমছে

৬. বর্তমানে চাকরির দরখাস্ত করতে কিসের প্রয়োজন হয়? 

(ক) ইন্টারনেট (খ) ল্যাপটপ (গ) মোবাইল ফোন (ঘ) ইন্টারনেট ও ল্যাপটপ

৭. চাকুরির আবেদন করা যায়-

i. ল্যাপটপ ও মডেমের সাহায্যে ii. ইন্টারনেটে প্রবেশের মাধ্যমে iii. আবেদনপত্র লিখে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. পৃথিবীর চেহারা বদলে যাচ্ছে কিভাবে?

(ক) অর্থনৈতিক উন্নয়নের ফলে (খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে (গ) রাজনৈতিক বিকাশের ফলে (ঘ) ইলেকট্রনিক যন্ত্রপাতি অধিক ব্যবহারে

৯। তথ্য প্রযুক্তির বিকাশের ফলে কোন ধরনের কাজ বিলুপ্তি পথে?

i. কিছু কিছু সনাতনী কাজ ii. কাজের ধারা iii. ইন্টারনেটের ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে-

i. কাজের পরিমাণ কমে যাচ্ছে ii. অসংখ্য নতুন কাজের সৃষ্টি হচ্ছে iii. কর্মসংস্থানের সুযোগও দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১. ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে সাথে-

i. সনাতনী কাজ ফিরে আসছে ii. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে iii. অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব হচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে-

i. সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে ii. সরকারি সেবার মান উন্নয়ন হবে iii. সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

লেখক : মাস্টার ট্রেইনার সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান, (তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ),মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

এমকে