অষ্টম শ্রেণির বাংলা : বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (দ্বিতীয় পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : অতিথির স্মৃতি’ থেকে আরো ২১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে ভালো নম্বর পেতে উদ্দীপকটি বারবার মনোযোগ দিয়ে পড়বে। এরপর প্রশ্নের উত্তর করবে।
১৫. ‘যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম’-এখানে ‘ঝাপসা’ কথাটিতে প্রকাশ পেয়েছে-
বিজ্ঞাপন
(ক) চোখে কম দেখা (খ) দূরে তাকাতে না পারা (গ) চোখে অন্ধকার দেখা (ঘ) বিদায়ে চোখ জলে ভরা
১৬. লেখকের শরীর সারল না, তবু দেওঘর থেকে বিদায় নিতে হলো কেন?
(ক) বায়ু পরিবর্তনে সুস্থ না হওয়ায় (খ) বাড়ির জন্য মন কাঁদায় (গ) অতিথির অত্যাচারে অতিষ্ঠ হওয়ায় (ঘ) বাড়ি ভাড়ার টাকা কম পড়ায়
১৭. লেখক কেন দেওঘরে এসেছিলেন?
(ক) গল্প লেখার জন্যে (খ) বায়ু পরিবর্তনের জন্যে (গ) তীর্থ ভ্রমণের জন্যে (ঘ) সুচিকিৎসার জন্যে
১৮. লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন?
(ক) চিকিৎসকের (খ) অতিথির (গ) বামুনঠাকুরের (ঘ) চাকরদের
১৯. রাত্রি কখন থেকে একজন লোক গলাভাঙা সুরে ভজন শুরু করত?
(ক) দুটো (খ) তিনটে (গ) চারটে (ঘ) পাঁচটা
২০. নিচের কোনটি শোথ জাতীয় রোগ?
(ক) বাত (খ) বেরিবেরি (গ) হাঁপানি (ঘ) গলগন্ড
২১. ফোলা পায়ের লজ্জা ঢাকতে কারা যত্নশীল?
(ক) পীড়িত মেয়েরা (খ) মধ্যবিত্তের বউরা (গ) বেরিবেরির রোগীরা (ঘ) বাতব্যাধিগ্রস্তরা
২২. পাখি চালান দেওয়া ব্যবসা কাদের?
(ক) পাখিপ্রেমিকের (খ) চিকিৎসকের (গ) পীড়িতদের (ঘ) ব্যাধের
২৩. খাওয়া সম্বন্ধে নির্বিকারচিত্ত কে?
(ক) মালিনী (খ) অতিথি (গ) চাকর (ঘ) লেখক
২৪. ‘কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি’- কোন মেয়েটির?
(ক) মালিনীর (খ) পান্ডুর রোগীর (গ) বাতব্যাধিগ্রস্তের (ঘ) পা ফোলা রোগীর
২৫. মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে কার সংখ্যা ঢের বেশি?
(ক) মেয়েদের (খ) পুরুষদের (গ) চিকিৎসকের (ঘ) চাকরদের
২৬. কে আলো নিয়ে উপস্থিত হয়েছিল?
(ক) অতিথি (খ) চাকর (গ) মালিনী (ঘ) বামুন
২৭. বেনে-বৌ পাখি দুটোর রং কেমন?
(ক) সবুজ (খ) বেগুনি (গ) কমলা (ঘ) হলদে
২৮. শরীর খারাপ হলে লেখক কয়দিন নিচে নামতে পারলেন না?
(ক) এক দিন (খ) দুই দিন (গ) তিন দিন (ঘ) চার দিন
২৯. চাকরদের দরদ কার পরেই বেশি?
(ক) মালিনী (খ) মালী (গ) অতিথি (ঘ) বামুনঠাকুর
৩০. সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির উপর কার ছায়া পড়ল?
(ক) কুকুরের (খ) মালিনীর (গ) চাকরের (ঘ) চিকিৎসকের
৩২. বাতব্যাধিগ্রস্তদের সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কেন?
(ক) অন্ধকারে চলতে অসুবিধা হওয়ায় (খ) দ্রুত হাঁটতে না পারায় (গ) ক্ষুধা আহরণের কাজ শেষ হওয়ায় (ঘ) তাদের ঘর অনেক দূরে বলে
৩৩. কোন কাজে চাকরদেরও সায় ছিল?
(ক) ফেলনা খাবারগুলো কুকুরকে দিতে (খ) কুকুরটিকে মেরেধরে বের করে দিতে (গ) ঘরের দরজা খুলে রাখতে (ঘ) অতিথিকে ভালোভাবে খাওয়াতে
৩৪. ‘বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও’-তবু আসে কেন?
(ক) কাজ থেকে মুক্তি পাওয়ার জন্যে (খ) রোগ সারতে পারে, এটা ভেবে (গ) চিকিৎসকের আদেশ মেনে নিয়ে (ঘ) বাড়ির জন্য দুশ্চিন্তা কমে বলে
৩৫. মালিনী কুকুরটিকে তাড়িয়েছিল কেন?
(ক) কুকুরটি দেখতে বিশ্রী বলে (খ) থাকার স্থান কম পড়ার আশঙ্কায় (গ) অতিথির মর্যাদা ক্ষুন্ন হওয়ায় (ঘ) মালিনীর খাবারে ভাগ বসানোয়
উত্তর : ১৫. ঘ, ১৬. ক, ১৭.খ, ১৮. ক, ১৯. খ, ২০. খ, ২১.গ, ২২. ঘ, ২৩. ক, ২৪. খ, ২৫. ক, ২৬. খ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. ক, ৩০. ক, ৩১. খ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. গ, ৩৫. ঘ।
লেখক: সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ), রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।
এমকে