ফাইল ছবি

সুপ্রিয় একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রেরপ্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে এক কথায় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কী কী?

উত্তর : ১. মূনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না।

২. সদস্যদের কল্যাণ সাধনের জন্য প্রতিষ্ঠিত।

৩. পণ্য উৎপাদন বা ক্রয় - বিক্রয় কাজে লিপ্ত থাকে না।

৪. সদস্যগণের চাঁদা, ভর্তি ফি, সমাজের মহৎ ব্যক্তির দান, সরকারের আর্থিক অনুদান প্রভৃতির মাধ্যমে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় অর্জিত হয়।

প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থায় সর্বদা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে?

উত্তর :  প্রাপ্তি ও প্রদান হিসাব।

প্রশ্ন : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থায় সমন্বয় লিপিবদ্ধ করা হয় না-

উত্তর :  প্রাপ্তি ও প্রদান হিসাবে ।

প্রশ্ন : প্রাপ্তি ও প্রদান হিসাব একটি সারসংক্ষেপ-

উত্তর :  নগদান বইয়ের।

প্রশ্ন : প্রাপ্তি ও প্রদান হিসাবে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় উভয় প্রকার-

উত্তর : আয়-ব্যয় লিপিবদ্ধ করা হয়।

প্রশ্ন : প্রাপ্তি ও প্রদান হিসাবের সমাপনী উদ্বৃত্ত নির্দিষ্ট সময় শেষে হাতে নগদ-

উত্তর : ব্যাংক জমার পরিমাণ নির্দেশ করে।

প্রশ্ন : আয় - ব্যয় হিসাবের ডেবিট পার্শ্বে মুনাফাজাতীয় ব্যয় ও ক্রেডিট পার্শ্বে মুনাফা জাতীয় আয় কী করতে হয়?

উত্তর :  লিপিবদ্ধ করতে হয়।

প্রশ্ন : আয় - ব্যয় হিসাবে-

উত্তর : মূলধন জাতীয়  আয়- ব্যয় লিপিবদ্ধ হয় না।

প্রশ্ন : শুধুমাত্র মুনাফা জাতীয় আয় - ব্যয় লিপিবদ্ধ করতে হবে-

উত্তর :  সংশ্লিষ্ট হিসাব বছরে।

প্রশ্ন : প্রয়োজনীয় সমন্বয় সমূহ আয়- ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়-

উত্তর :  সংশ্লিষ্ট হিসাব বছরে।

প্রশ্ন : আয়- ব্যয় হিসাবের ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে-

উত্তর :  ব্যয় অতিরিক্ত আয়।

প্রশ্ন : আয়- ব্যয় হিসাবের ডেবিট ব্যালেন্স নির্দেশ করে-

উত্তর :  আয় অতিরিক্ত ব্যয়।

প্রশ্ন : উন্নয়ন তহবিল, পুরস্কার তহবিল, বৃত্তি তহবিল, স্পোর্টস তহবিল হচ্ছে-

উত্তর :  বিশেষ তহবিল।

প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

এমকে