ফাইল ছবি

সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন লেখার গুরুত্বপূর্ণ নিয়মাবলি, প্রকারভেদ নিয়ে আলোচনা করব।

প্রতিবেদন লিখন

‘প্রতিবেদন’ শব্দটি ইংরেজি ‘report’-এর পারিভাষিক রূপ। ‘report’ শব্দের আভিধানিক অর্থ সমাচার, বার্তা, বিবৃতি, বিবরণী ইত্যাদি। কোনো একটি নির্দিষ্ট বিষয় অবলম্বন করে সেই বিষয়ের সমস্ত দিক তথ্যানুসন্ধানের পর যথাযথ গঠনকাঠামো অনুসরণ করে ধারাবাহিক বিবরণী উপস্থাপন করাকে প্রতিবেদন বলে। অর্থাৎ আমাদের চারপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা, বিষয় বা প্রসঙ্গ সম্পর্কে নির্মোহ, নিরপেক্ষভাবে তথ্যমূলক বিবৃতি উপস্থাপনই হলো প্রতিবেদন লিখন। তাই প্রতিবেদন হচ্ছে প্রত্যক্ষদর্শীর শিল্পশোভন বিশ্বস্ত বিবরণ। প্রতিবেদন রচয়িতাকে ‘প্রতিবেদক’বলে। প্রতিবেদন লিখতে হয় গদ্যরীতিতে।

প্রতিবেদন লেখার গুরুত্বপূর্ণ  নিয়মাবলি:

ক. প্রতিবেদন লেখার মূল কথাই হলো সঠিক তথ্যের ধারাবাহিক বিবরণী। তাই যে ঘটনা, বিষয় বা প্রসঙ্গ সম্পর্কে প্রতিবেদন লিখতে বলা হয় সর্বপ্রথম সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। এরপর সেসব তথ্য যাচাই-বাছাই করে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যাবলি আগে এবং কম গুরুত্বপূর্ণগুলো পরে সাজাতে হবে।

খ. প্রতিবেদনের জন্য বিষয়ভিত্তিক সুন্দর শিরোনাম নির্ধারণ একান্তভাবে কাম্য। শিরোনামটি এমন হবে যেটি পড়েই ওই প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি স্পষ্ট একটি ধারণা পাওয়া যায়।

গ. প্রতিবেদন লিখনে কোনোভাবেই আবেগের প্রাধান্য দেয়া যাবে না এবং কোনো পক্ষপাতিত্বত্ত করা যাবে না।

ঘ. প্রতিবেদনের ভাষা হবে সহজ-সরল-প্রাঞ্জল। কারণ, সমাজের সর্বস্তরের মানুষই প্রতিবেদনের পাঠক হয়ে থাকে। আকর্ষণীয় উপস্থাপনা ও রসাত্মক বর্ণনা কৌশল প্রতিবেদনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

ঙ. বিষয়বৈচিত্র্য অনুসারে বিভিন্ন ধরনের প্রতিবেদনের গঠনকৌশল আবার ভিন্ন ভিন্ন। যে ধরনের প্রতিবেদনের গঠনশৈলী যে-রকম, সে-রকম গঠনকাঠামো দিয়ে সেই প্রতিবেদন লিখতে হবে।

প্রতিবেদনের প্রকারভেদ:

বিষয় বৈচিত্র্য অনুসারে প্রতিবেদন বিভিন্ন প্রকার হতে পারে। যেমন-

১. সাধারণ প্রতিবেদন / প্রাতিষ্ঠানিক প্রতিবেদন/ দাপ্তরিক প্রতিবেদন, ২. সংবাদ প্রতিবেদন, ৩. তদন্ত প্রতিবেদন,
৪. কারিগরি প্রতিবেদন, ৫. গোয়েন্দা প্রতিবেদন, ৬. বাৎসরিক গোপন প্রতিবেদন, ৭. অর্থনৈতিক প্রতিবেদন,
৮. উন্নয়ন প্রতিবেদন, ৯. সমীক্ষা প্রতিবেদন, ১০. বিশেষ প্রতিবেদন ইত্যাদি।

শিক্ষক, বাংলা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

এমকে