ফাইল ছবি

শ্রেণি: অষ্টম

বিষয়: বাংলা প্রথম পত্র (বহুনির্বাচনি)

অতিথির স্মৃতি (গল্প) 

১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
    ক) ১৮৬৬         খ) ১৮৭৬
    গ) ১৮৭৯        ঘ) ১৮৯১

২। শরৎচন্দ্র কত সালে মৃত্যুবরণ করেন?
    ক) ১৯৩৭        খ) ১৯৩৮
    গ) ১৯৩৯        ঘ) ১৯৪০         

৩। হলদে রঙের পাখি নিচের কোনটি?
    ক) টুনটুনি         খ) শালিক
    গ) শ্যামা        ঘ) বেনে-বৌ

৪। কোন গাছের ডালে বেনে বৌ পাখিদ্বয় প্রতিদিন হাজিরা দিত?
    ক) আমগাছের         খ) বকুল গাছের 
    গ) ইউক্যালিপটাস গাছের     ঘ) অশ্বত্থ গাছের

৫। কয়দিন পরে বেনে-বৌ পাখি দুটি আবার ফিরে আসলো?
    ক) তিন দিন         খ) চারদিন
    গ) পাঁচ দিন        ঘ) ছয় দিন

৬। পীড়িতরা কোন শ্রেণির গৃহস্থ ঘরের?
    ক) উচ্চবিত্ত         খ) মধ্যবিত্ত
    গ) নিম্নবিত্ত         ঘ) নিম্নমধ্যবিত্ত

৭। দরিদ্র ঘরের একটি মেয়েকে দেখে কার সবচেয়ে দুঃখ হতো?
    ক) বামুন ঠাকুরের     খ) মালির 
    গ) মালিনীর         ঘ) লেখকের

৮। দরিদ্র ঘরের মেয়েটির সঙ্গে কয়টি ছেলেমেয়ে ছিল?
    ক) একটি         খ) দুটি
    গ) তিনটি         ঘ) চারটি

৯। দরিদ্র ঘরের মেয়েটির বয়স কত?
    ক) পনের ষোল     খ) বিশ-বাইশ
    গ) চব্বিশ-পঁচিশ   ঘ) তিরিশ-বত্রিশ

১০। ‘অতিথির স্মৃতি’ গল্পের পূর্ব নাম কী?
    ক) মন্দির         খ) বিন্দুর ছেলে 
    গ) দেওঘরের স্মৃতি    ঘ) মামলার ফল

উত্তর: ১. খ, ২. খ, ৩. ঘ, ৪. গ, ৫. ক, ৬. খ,  ৭. ঘ, ৮. গ, ৯. গ, ১০. গ।

শিক্ষক, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল,ঢাকা

এমকে