ফাইল ছবি

সুপ্রিয় এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘প্রথম অধ্যায় : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নোট করে রুটিনমাফিক নিয়মিত পড়াশোনা করলে তোমরা পূর্ণ নম্বর পাবে। 

৫৬. ২১ ফেব্রুয়ারি ১৯৯৮ সাল পর্যন্ত কী দিবস হিসেবে পালিত হতো

(ক) মাতৃভাষা দিবস  (খ) শহিদ দিবস  (গ) ভাষা দিবস  (ঘ) বিজয় দিবস

৫৭. ২১ ফেব্রুয়ারি ১৯৯৯ সাল থেকে কী দিবস হিসেবে পালিত হচ্ছে?

(ক) ভাষা দিবস  (খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (গ) মাতৃভাষা দিবস (ঘ) শহিদ দিবস

৫৮. বাঙালির জতীয়তাবাদ বিকাশের মূল ভিত্তি নিচের কোনটি-

(ক) স্বাধীনতা আন্দোলন (খ) ছয় দফা আন্দোলন (গ) ৬৯ এর গণঅভ্যুত্থান (ঘ) ভাষা আন্দোলন  

৫৯. ইউনেস্কো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারিকে শহিদ দিবসকে কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?

(ক) ১৭ নভেম্বর,১৯৯৯ (খ) ১৭ নভেম্বর, ২০০১ (গ) ১৭নভেম্বর, ১৯৯৮ (ঘ) ১৭ নভেম্বর, ২০০০ 

৬০. পাকিস্তানি শাসন পূর্ব বাঙালি জাতির মুক্তির প্রথম আন্দোলন কোনটি?

(ক) ১৯৫২ সালের ভাষা আন্দোলন (খ) ১৯৪৭ এ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন (গ) ১৯৭০ এর নির্বাচন (ঘ) ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন

৬১. কাদের উদ্যোগে মূলত শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়?

(ক) কানাডা প্রবাসী বাঙালিদের (খ) ব্রিটেনের বাঙালি প্রতিনিধিদের (গ) ফ্রান্সে অবস্থানরত বাঙালিদের (ঘ) আমেরিকার প্রবাসী বাঙালিদের

৬২. বাঙালিদেরকে প্রথম অধিকার সচেতন করে-

(ক) ১৯৭০-এর নির্বাচন (খ) সিপাহী বিদ্রোহ (গ) ১৯৬৬ এর ৬-দফা দাবি (ঘ) ভাষা আন্দোলন

৬৩. পাকিস্তানের মোট জনসংখ্যার বাঙালি ছিল-

(ক) ৪০ শতাংশ (খ) ৫১ শতাংশ গ. ৫৫ শতাংশ ঘ. ৫৬ শতাংশ

৬৪. ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর সাধারণ সম্পাদক কে  ছিলেন?

(ক) শেখ মুজিবুর রহমান (খ) সৈয়দ নজরুল ইসলাম (গ) শামসুল হক (ঘ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

৬৫. পাকিস্তানের প্রতি অনুগত রাজনৈতিক দল ছিল কোনটি?

(ক) আওয়ামী লীগ (খ) মুসলিম লীগ (গ) কৃষক শ্রমিক পার্টি (ঘ) ন্যাপ

উত্তর : ৫৬. খ, ৫৭. খ, ৫৮. ঘ, ৫৯. ক, ৬০. ক, ৬১. ক, ৬২. ঘ, ৬৩. ঘ, ৬৪. গ, ৬৫. খ।

এমকে