অষ্টম বাংলা : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম (চতুর্থ পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘প্রবন্ধ : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ থেকে আরো ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পরীক্ষায় অষ্টম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নে বেশি নম্বর পেতে সংশ্লিষ্ট প্রবন্ধটি গুরুত্ব দিয়ে বুঝে বারবার পড়বে।
৩৪. ১৯৭১ সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মনোভাব ছিল-
বিজ্ঞাপন
i. গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র ii. নির্বাচনের ফলাফল ভেঙে দেয়া iii. বাঙালির কাছে ক্ষমতা না দেয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৫. আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র ব্যবহৃত হয়েছে-
i. দেশ রক্ষার জন্যে ii. নিরস্ত্র মানুষের ওপর iii. সংগ্রামী জনতার ওপর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৬. গরিবের যাতে কষ্ট না হয় এজন্যে হরতাল চলাকালীন বঙ্গবন্ধু যা চলবে বলে উল্লেখ করেন-
i. রিকসা ii. মিনিবাস iii. গরুর গাড়ি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৭. ‘ভুট্টো বললেন, তিনি যাবেন না’, কারণ-
i. ইয়াহিয়ার সঙ্গে ষড়যন্ত্র ii. নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপক সাফল্য iii. নির্বাচনের ফল নস্যাৎ করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
গণ-অভ্যুত্থানে সাফল্যের মাধ্যমে শেখ মুজিবুর রহমান জেল থেকে বেরিয়ে আসেন। আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সেখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে।
৪০. এখানে যে আন্দোলনের কথা বলা হয়েছে, সেটি কবে সংঘটিত হয়েছিল?
(ক) ১৯৫২ সালে (খ) ১৯৬৬ সালে (গ) ১৯৬৯ সালে (ঘ) ১৯৯১ সালে
৪১. উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটি কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?
(ক) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন (খ) ৫২-এর ভাষা আন্দোলন (গ) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ (ঘ) ৯০-এর গণ-আন্দোলন
উত্তর : ৩৪.ঘ, ৩৫. গ, ৩৬. খ, ৩৭.ঘ, ৪০. গ, ৪১. গ।
এমকে