অষ্টম শ্রেণির বাংলা : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম (৩য় পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘প্রবন্ধ : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম‘ থেকে আরো ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পরীক্ষায় বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নে ভালো নম্বর পেতে সংশ্লিষ্ট প্রবন্ধ থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করে পড়বে। না দেখে বহুনির্বাচনি প্রশ্নের পরীক্ষা দিয়ে তা উত্তরের সাথে মিলিয়ে নেবে।
২৩. শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
বিজ্ঞাপন
i. স্বাধীনতার সূচনাকালে তিনি ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন ii. তিনি আমাদের জাতির জন iii. তিনি ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২৪. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ -এ সংগ্রামের স্মৃতি বহন করছে-
i. জাতীয় স্মৃতিসৌধ ii. মুক্তিযুদ্ধ জাদুঘর iii. শহিদ মিনার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৫. ‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না’ -তবে শেষ মুজিবুর রহমান কী চান?
(ক) রাষ্ট্রপতি (খ) নির্বাচন (গ) মানুষের অধিকার (ঘ) বাংলার স্বাধীনতা
২৬. ‘আমরা যখন মরতে শিখেছি’ এখানে ‘আমরা’ বলতে বোঝায়-
(ক) আওয়ামী লীগের নেতাদের (খ) পূর্ব পাকিস্তানের মানুষকে (গ) পশ্চিমবঙ্গের মানুষকে (ঘ) সংগ্রামী নেতাদেরকে
২৭. ’১৯৫২ সালে রক্ত দিয়েছি’-কিসের জন্যে?
(ক) স্বাধীনতার জন্যে (খ) শিক্ষার জন্যে (গ) ভাষার জন্যে (ঘ) নির্বাচনের জন্যে
২৮. বিশ্বসভায় বাংলাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী?
(ক) রাষ্ট্রভাষা আন্দোলনে তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ (খ) ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান (গ) জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দান (ঘ) মাতৃভাষা আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া
২৯. ’প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’ -জাতির জনক বঙ্গবন্ধুর এ উক্তির মধ্যে প্রকাশ পেয়েছে-
(ক) মুক্তিযুদ্ধে সংঘবদ্ধ হবার দৃঢ় আহ্বান (খ) যুদ্ধের জন্যে দুর্গের প্রয়োজনীয়তা (গ) বাড়িতে দুর্গ হলে জয় অনিবার্য (ঘ) দুর্গ তৈরি ছাড়া যুদ্ধ অসম্ভব
৩০. বঙ্গবন্ধু আহ্বান করেছিলেন-
i. ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে ii. যার যা আছে তা দিয়েই শত্রেুর মোকাবেলা করতে iii. সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও iii (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩১. জাতীয় অধিবেশন স্থগিত ঘোষণা করা হলে যেসব স্লোগানে শহর, বন্দর, গ্রাম আন্দোলিত হয়-
i. জয় বাংলা ii. বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর iii. ছাত্র-শিক্ষক জনতা, গড়ে তোল একতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে বলেছেন-
i. এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ii. রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব iii. তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৩. বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে যেখানে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে বলেছেন-
i. প্রত্যেক গ্রামে ii. প্রত্যেক মহল্লায় iii. প্রত্যেক ঘরে ঘরে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ২৩. ঘ, ২৪. ক, ২৫. গ, ২৬. খ, ২৭. গ, ২৮. গ, ২৯. ক, ৩০. ঘ, ৩১. ক, ৩২. ক, ৩৩. ক।
এমকে