পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ১ম অধ্যায় (ষষ্ঠ পর্ব)
সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে আরো ৪টি যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রতিটি অধ্যায় মনোযোগসহকারে পড়লে তোমরা যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর করতে পারবে।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কীভাবে অংশ নিয়েছিলেন পাঁচটি বাক্য লিখ।
বিজ্ঞাপন
উত্তর : মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ যেভাবে অংশ নিয়েছিলেন সে সম্পর্কিত পাঁচটি বাক্য নিচে দেয়া হলো-
১. মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে।
২. মুক্তিযোদ্ধাদের খাদ্য দিয়ে।
৩. শত্রু সম্পর্কিত তথ্য সংগ্রহ করে।
৪. লড়াই চালিয়ে যেতে মুক্তিযোদ্ধাদের উৎসাহ দিয়ে।
৫. যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ।
প্রশ্ন : পাঁচটি বাক্য মুক্তিযুদ্ধের তাৎপর্য বর্ণনা করো?
উত্তর : মুক্তিযুদ্ধের তাৎপর্য নিচে পাঁচটি বাক্য বর্ণনা করা হলো-
১. মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই দেশ পেয়েছি।
২. মুক্তিযুদ্ধের ফলেই পৃথিবীর বুকে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক।
৩. আমরা পেয়েছি নিজস্ব একটি ভূখন্ড, একটি স্বাধীন পতাকা।
৪. আমরা পেয়েছি মত প্রকাশের স্বাধীনতা।
৫. মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছি।
প্রশ্ন : যেকোনো পাঁচজন বীরশ্রেষ্ঠের নাম লিখ।
উত্তর : ১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
২. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
৩. সিপাহি হামিদুর রহমান।
৪. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
৫. সিপাহি মোস্তফা কামাল।
প্রশ্ন : কত তারিখে আমরা শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করি? চারজন শহিদ বুদ্ধিজীবীর নাম লিখ।
উত্তর : আমরা ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করি ।
চারজন শহিদ বুদ্ধিজীবী হলেন- ১. অধ্যাপক রাশীদুল হাসান, ২. ডা. আলীম চৌধুরী, ৩. সাংবাদিক সেলিনা পারভিন, ৪. অধ্যাপক মুনীর চৌধুরী।
এমকে