অষ্টম শ্রেণির বাংলা : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম (২য় পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘প্রবন্ধ : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম‘ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নে পূর্ণ নম্বর পেতে সংশ্লিষ্ট প্রবন্ধের প্রতিটি লাইন বারবার বুঝে পড়বে ও গুরুত্বপূর্ণ তথ্য নোট করে রাখবে।
১১. স্বাধীন বাংলাদেশের স্থপতি বলা হয়-
বিজ্ঞাপন
(ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে (খ) শেখ মুজিবুর রহমানকে (গ) শেরে বাংলা এ কে ফজলুল হককে (ঘ) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে
১২. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ নামকরণটি হলো-
(ক) বঙ্গবন্ধুর ভাষণের শেষ সংলাপ (খ) বঙ্গবন্ধুর দেয়া একটি স্লোগান (গ) বঙ্গবন্ধুর লেখা একটি কবিতার চরণ (ঘ) বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে স্লোগান
১৩. বঙ্গবন্ধুর ভাষণটিকে আমেরকিার কোন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণের সঙ্গে তুলনা করা হয়?
(ক) জর্জ ওয়াশিংটন (খ) আব্রাহাম লিংকন (গ) রোনাল্ড রিগান (ঘ) জর্জ বুশ
১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন ১৯৭১ খ্রিস্টাব্দের-
(ক) ২৫ মার্চ প্রথম প্রহরে (খ) ২৬ মার্চ প্রথম প্রহরে (গ) ২৭ মার্চ প্রথম প্রহরে (ঘ) ২৮ মার্চ প্রথম প্রহরে
১৫. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়-
(ক) ১৯৭৫ সালের ১৪ আগস্ট (খ) ১৯৭৫ সালের ১৫ আগস্ট (গ) ১৯৭৫ সালের ১৬ আগস্ট (ঘ) ১৯৭৫ সালের ১৭ আগস্ট
১৬. ৭ মার্চ বঙ্গবন্ধু আনুমানিক কত লোকের উপস্থিতিতে ভাষণ দেন?
(ক) ২ লক্ষ (খ) ৫ লক্ষ (গ) ১০ লক্ষ (ঘ) ১৫ লক্ষ
১৭. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে কত মিনিটের ভাষণ দেন?
(ক) ১৮ মিনিটের (খ) ১৬ মিনিটের (গ) ১২ মিনিটের (ঘ) ২২ মিনিটের
১৮. জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন-
(ক) ১৯৬৬ সালে (খ) ১৯৬৯ সালে (গ) ১৯৭১ সালে (ঘ) ১৯৭৫ সালে
১৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন-
(ক) ১৯২০ খ্রিস্টাব্দের ৭ মার্চ (খ) ১৯২০ খ্রিস্টাব্দের ১৭ মার্চ (গ) ১৯২০ খ্রিস্টাব্দের ২০ মার্চ (ঘ) ১৯২০ খ্রিস্টাব্দের ২৭ মার্চ
২০. আইয়ুব খান মার্শাল-ল জারি করে রেখেছিলেন-
(ক) ৮ বছর পর্যন্ত (খ) ১০ বছর পর্যন্ত (গ) ১২ বছর পর্যন্ত (ঘ) ১৫ বছর পর্যন্ত
২১. বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে কত সালের নির্বাচনে?
(ক) ১৯৬৯ সালের (খ) ১৯৭০ সালের (গ) ১৯৭১ সালের (ঘ) ১৯৭২ সালের
২২. প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন ডাক দিতে বঙ্গবন্ধু অনুরোধ জানান?
(ক) ১৫ ফেব্রুয়ারি (খ) ২০ ফেব্রুয়ারি (গ) ২৫ ফেব্রুয়ারি (ঘ) ২৮ ফেব্রুয়ারি
উত্তর : ১১.খ, ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫. খ, ১৬. গ, ১৭. ক, ১৮. খ, ১৯. খ, ২০. খ, ২১. খ, ২২. ক।
এমকে