অষ্টম শ্রেণির বাংলা : প্রবন্ধ : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘প্রবন্ধ : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ থেকে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নে বেশি নম্বর পেতে সংশ্লিষ্ট প্রবন্ধের শব্দার্থ ও টীকা,পাঠ-পরিচিতি, লেখক-পরিচিতি গুরুত্ব দিয়ে পড়বে। কেননা পরীক্ষায় এসব বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্ন আসে।
১. কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন?
বিজ্ঞাপন
(ক) ১৯৬৯-এর ৭ই মার্চ (খ) ১৯৭১-এর ৩রা মার্চ (গ) ১৯৭১-এর ৭ই মার্চ (ঘ) ১৯৭৪-এর ৩রা মার্চ
২. রেসকোর্স ময়দানের ভাষণই বাংলাদেশের স্বাধীনতার আহ্বান। কেননা এই ভাষণ-
(ক) আজও স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয় (খ) সংগ্রাম পরিষদ গড়ে তোলার অঙ্গীকার (গ) অ্যাসেম্বলিতে না বসার আহ্বান (ঘ) বাঙালির সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বান
৩. আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন?
(ক) শেখ মুজিবুর রহমান (খ) ইয়াহিয়া খান (গ) মওলানা ভাসানী (ঘ) জুলফিকার আলী ভুট্টো
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম, নির্যাতনের শিকার হন। নির্বাসিত জীবন যাপন করেন। ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তাঁর জীবন থেকে কেড়ে নেয় ২৭টি বছর। কিন্তু তিনি কখনও মাথা নত করেন নি। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের।
৪. বঙ্গবন্ধু ও নেলসন ম্যান্ডেলা উভয়ের মধ্যে কোন গুণের মিল খুঁজে পাওয়া যায়?
i. সহনশীলতা ii. দেশপ্রেম iii. আপোষহীনতা
নিচের কোনটি সঠিক?
(ক) I ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৫. বঙ্গুবন্ধুর এই বিশেষ গুণ আমাদের উপহার দিয়েছে-
(ক) গভীর দেশপ্রেম (খ) বাঙালি সংস্কৃতি (গ) স্বাধীন রাষ্ট্র (ঘ) বৈষম্য থেকে মুক্তি
৬. পাকিস্তানে গণ-অভ্যুত্থান হয় কত সালে?
(ক) ১৯৫২ সালে (খ) ১৯৫৪ সালে (গ) ১৯৬৯ সালে (ঘ) ১৯৭১ সালে
৭. ‘মার্শাল-ল’ বলতে বোঝানো হয়-
(ক) সামরিক শাসন (খ) গণতান্ত্রিক আইন (গ) একনায়কতন্ত্র (ঘ) বিদেশিদের শাসন
৮. ৬ দফা ঘোষণা করা হয়-
(ক) ১৯৬৩ সালে (খ) ১৯৬৪ সালে (গ) ১৯৬৫ সালে (ঘ) ১৯৬৬ সালে
৯. কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করে বাংলাকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন?
(ক) ১৯৭৪ সালে (খ) ১৯৭৩ সালে (গ) ১৯৭২ সালে (ঘ) ১৯৭১ সালে
১০. ৬ দফা আন্দোলন কিসের দাবি ছিল?
(ক) স্বাধীনতার দাবি (খ) গণতন্ত্রের দাবি (গ) স্বায়ত্তশাসনের দাবি (ঘ) রাষ্ট্রভাষার দাবি
উত্তর : ১.গ, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. গ, ৬. গ, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. গ।
এমকে