ফাইল ছবি

সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয় থেকে আরো ৩টি যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পিইসি পরীক্ষায় বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয়ের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক ও যথাযথভাবে লিখলে পূর্ণ নম্বর পাবে।

প্রশ্ন :  বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম কী? সরকার গঠন করা হয় কেন? মুজিবনগর সরকারের তিনটি সফলতা লিখ

উত্তর : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম হলো- মুজিবনগর সরকার।

মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠন করা হয়।

মুজিবনগর সরকারের তিনটি সফলতা হলো-

১. মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা।

২. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করা।

৩.  মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়।

প্রশ্ন : বীরশ্রেষ্ঠ কারা? বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের অবদান সম্পর্কে তিনটি বাক্য লিখ

উত্তর : মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে যারা শহিদ হয়েছেন এমন সাতজন যোদ্ধাই বীরশ্রেষ্ঠ।

মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ যুদ্ধের পর বাংলাদেশ সরকার তাদের বীরত্বসূচক এ রাষ্ট্রীয় উপাধি প্রদান করেন।

মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের তিনটি অবদান হলো-

১. বীরশ্রেষ্ঠরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন।

২. বীরশ্রেষ্ঠদের সাহসিকতা ও ত্যাগের জন্য আমরা পেয়েছি নিজস্ব একটি ভূখন্ড।

৩. পৃথিবীর বুকে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি।

প্রশ্ন : মুজিবনগর সরকার কবে গঠিত হয়? সরকার সম্পর্কে চারটি বাক্য লিখ

উত্তর : মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয়। মুজিবনগর সরকার সম্পর্কে চারটি বাক্য হলো-

১. ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এ সরকারের রাষ্ট্রপতি।

৩. মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়।

৪. এ সরকারের নেতৃত্বে সকল শ্রেণির বাঙালিরা দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন।

এমকে