ফাইল ছবি

সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা রাসায়নিক গণনা’ থেকে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে পূর্ণ নম্বর পেতে এ অধ্যায়ের দ্রবণের মোলারিটি, আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে বিস্তারিত পড়বে।

১. CuSO4 -এর আপেক্ষিক আণবিক ভর কত?

(ক) 111.5 (খ) 125.0 (গ) 143.5 (ঘ) 159.5

২. 100ml দ্রবণে 9.8g সালফিউরিক এসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত?

(ক) 0. 01M (খ) 0.1M (গ) 1M (ঘ) 2M

৩. কোনটির স্থুল সংকেত আণবিক সংকেত অভিন্ন নয়?

(ক) অ্যামোনিয়া (খ) পানি (গ) হাইড্রোজেন পার অক্সাইড (ঘ) মিথেন

৪. অ্যানালার পদার্থ শতকরা কত ভাগ বিশুদ্ধ?

(ক) ৮৫ (খ) ৯০ (গ) ৯৫ (ঘ) ৯৯

৫. ব্লু ভিট্রিয়লে কেলাস পানির সংযুক্তি কত?

(ক) ৩৬% (খ) ৫০% (গ) ৫৬% (ঘ) ৬০%

৬. গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে?

(ক) ৩.৩৩ (খ) ৬.৬৬ (গ) ৯.২২ (ঘ) ১৩.৩৩

৭. গ্লুকোজের স্থুল সংকেত কোনটি?

(ক) C3H6O2 (খ) C3H6O (গ) CH2O (ঘ) C3H8O

৮. দ্রবণের আয়তন কোনটির উপর নির্ভরশীল?

(ক) ঘনমাত্রার (খ) তাপমাত্রার (গ) চাপের (ঘ) সময়ের

৯. যদি একটি পরমাণুর ভর 4.482 x 10-23g হয় তবে, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত?

(ক) ২৪ (খ) ২৬ (গ) ২৭ (ঘ) ৩২

১০. ব্লিচে কোনটির শতকরা মান বেশি?

(ক) ক্যালসিয়াম (খ) ক্লোরিন (গ) অক্সিজেন (ঘ) পানি

উত্তর :  ১. ঘ, ২. গ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. গ, ১০. খ।

এমকে