একাদশ ও দ্বাদশ হিসাববিজ্ঞান ২য় পত্র : প্রথম অধ্যায় (নবম পর্ব)
প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। হিসাববিজ্ঞান বিষয়ে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরে ভালো করতে এ অধ্যায়ের অঙ্কসমূহ গুরুত্ব দিয়ে করবে।
১০৯. চাঁদা প্রাপ্তি ৭০,০০০ টাকা, বিগত বছরের চাঁদা চলতি বছরে প্রাপ্তি ৩,০০০ টাকা এবং পরবর্তী বছরের জন্য প্রাপ্ত অগ্রিম চাঁদা ২,০০০ টাকা হলে চাঁদা বাবদ আয় কত?
বিজ্ঞাপন
(ক) ৬৫,০০০ টাকা (খ) ৬৯,০০০ টাকা (গ) ৭১,০০০ টাকা (ঘ) ৭৫,০০০ টাকা
১১০. চলতি বছরে প্রদত্ত মজুরি ৩০,০০০ টাকা যার মধ্যে বিগত বছরের মজুরি অন্তর্ভুক্ত আছে ২,০০০ টাকা এবং চলতি বছরের বকেয়া মজুরি ৪,০০০ টাকা হলে আয়-ব্যয় বিবরণীতে মজুরি কত টাকা দেখাতে হবে?
(ক) ২৪,০০০ টাকা (খ) ২৮,০০০ টাকা (গ) ৩২,০০০ টাকা (ঘ) ৩৬,০০০ টাকা
১১১. চলতি বছরের ভাড়া প্রদত্ত হয়েছে ২৪,০০০ টাকা, মাসিক প্রদেয় ভাড়া ১,৫০০ টাকা হলে অগ্রিম ভাড়া কত?
(ক) ২,০০০ টাকা (খ) ৪,০০০ টাকা (গ) ৬,০০০ টাকা (ঘ) ৭,০০০ টাকা
১১২. ১২% বিনিয়োগ ৫০,০০০ টাকা, সুদ প্রাপ্তি ৪,০০০ টাকা হলে আর্থিক অবস্থার বিবরণীতে বিনিয়োগের অনাদায়ী সুদ কত টাকা দেখাতে হবে?
(ক) ১,০০০ টাকা (খ) ২,০০০ টাকা (গ) ৩,০০০ টাকা (ঘ) ৪,০০০ টাকা
১১৩. অব্যবসায়ী প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়, কারণ-
(ক) এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা জানা যায় (খ) এর মাধ্যমে প্রতিষ্ঠঅনের মোট আয় জানা যায়(গ) এর মাধ্যমে প্রতিষ্ঠানের মোট ব্যয় জানা যায় (ঘ) এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়
১১৪. বছরের শুরুর তারিখের আসবাবপত্র ১,০০,০০০ টাকা, চলতি বছরের মাঝামাঝি সময়ে ৪০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে এবং অবচয়ের হার ১০% হলে আসবাবপত্রের অবচয় কত?
(ক) ৮,০০০ টাকা (খ) ১০,০০০ টাকা (গ) ১২,০০০ টাকা (ঘ) ১৪,০০০ টাকা
১১৫. সমন্বয়ে পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি উল্লেখ থাকলে-
i. চাঁদার সাথে বিয়োগ ii. দায় হিসাবে দেখাতে হবে iii. সম্পদ হিসাবে দেখাতে হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১১৬. অ-নগদ লেনদেন লিপিবদ্ধ হয় না-
i. প্রাপ্তি-প্রদান হিসাবে ii. আয়-ব্যয় হিসাবে iii. উদ্বৃত্তপত্রে
নিচের কোনটি সঠিক?
(ক) I (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
১১৭. বিগত বছরের অনাদায়ী চাঁদা চলতি বছরেও অনাদায়ী আছে। এর সঠিক প্রয়োগ হচ্ছে-
i. আয়-ব্যয় হিসাবে চাঁদার সাথে যোগ ii. মূলধন তহবিলে সম্পদ iii. উদ্বৃত্তপত্রে সম্পদ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১১৮. বিগত বছরের বকেয়া আয়ের কিছু অংশ চলতি বছর আদায় হয়েছে, এ জাতীয় দফার জন্য প্রভাবিত হবে-
i. প্রারম্ভিক সম্পত্তি ii. চলতি বছরের আয় iii. সমাপনী সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ১০৯. ক, ১১০. গ, ১১১. গ, ১১২. খ, ১১৩. ক, ১১৪. গ, ১১৫. ক, ১১৬. ক, ১১৭. গ, ১১৮. ক।
এমকে