ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : তৈলচিত্রের ভূত’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এ বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নে ভালো নম্বর পেতে সংশ্লিষ্ট গল্পের শব্দার্থ, গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর বৈশিষ্ট্য গুরুত্ব দিয়ে পড়বে।

৩৬. নগেন মামাকে ঠকিয়েছিল-

(ক) অগাধ ভালোবাসা দিয়ে (খ) ভক্তি-শ্রদ্ধার ভান করে (গ) অহেতুক টাকা-পয়সা দিয়ে   (ঘ) পড়াশোনা না করে

৩৭. লাইব্রেরির পেছনে নগেনের মামা অর্থ ব্যয় করেন নি কেন?

(ক) পড়ালেখা জানতেন না বলে (খ) লাইব্রেরি সম্পর্কে জানতেন না বলে (গ) লাইব্রেরি সম্পর্কে উদাসীন ছিলেন বলে (ঘ) বই-পুস্তক পড়তেন না বলে

৩৮. নগেনের মামার লাইব্রেরির অবস্থা কেমন ছিল?

(ক) অদরকারি বইয়ে ভরা (খ) আবর্জনায় ভরা (গ) আলমারিতে ভরা  (ঘ) চেয়ার টেবিলে ভরা

৩৯. ‘প্রেতাত্মা’ মানে কী?

(ক) ভ্রান্তি (খ) ভূতের আত্মা (গ) ভূত (ঘ) ভূতের ছায়া

৪০. ‘মরলে তো মানুষ সব জানতে পারে’ -এটা কার উক্তি?

(ক) ডাক্তারের (খ) মামার (গ) নগেনের (ঘ) দাদামশায়ের

৪১. নগেনের মামা কেমন প্রকৃতির লোক ছিলেন?

(ক) অসাধু (খ) কপট (গ) লোভী (ঘ) কৃপণ

৪২. দেয়ালে কয়টি তৈলচিত্র ছিল?

(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি

৪৩. তৈলচিত্র কখন ধাক্কা দিত না?

(ক) আলো জ্বালালে (খ) অন্ধকারে (গ) রাতের আঁধারে (ঘ) সবসময়

৪৪. নগেনের কথা বলার ভঙ্গি পর্যন্ত খাপছাড়া হয়ে গেছে কেন?

(ক) ওষধ খেয়ে (খ) ভয় পেয়ে (গ) তাড়া খেয়ে (ঘ) মার খেয়ে

৪৫. ‘তৈলচিত্র থেকে কী যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে’ -জিনিসটি কী?

(ক) বিদ্যুৎ (খ) এসিড (গ) ভূত-প্রেত (ঘ) অশরীরী আত্মা

৪৬. নগেনের গুরুতর কিছু হয়েছে, পরাশর ডাক্তার তা কীভাবে বুঝতে পারলেন?

(ক) নগেনের কথায় (খ) নগেনের চাহনিতে (গ) নগেনের শারীরিক পরিস্থিতি দেখে (ঘ) নগেনের মানসিক পরিস্থিতি দেখে

৪৭. দিনের বেলায় তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে কেন?

(ক) দিনে প্রেতাত্মা থাকে না (খ) দিনে বিদ্যুৎ থাকে না (গ) দিনে মেইন সুইচ অফ থাকে (ঘ) দিনে রুপার ফ্রেম দিয়ে বিুদ্যৎ প্রবাহিত হয় না

উত্তর : ৩৬. খ, ৩৭. গ, ৩৮. ক, ৩৯. গ, ৪০.গ, ৪১. ঘ, ৪২. খ, ৪৩. ক, ৪৪. খ, ৪৫. ক, ৪৬. গ, ৪৭. গ।

এমকে